সংক্ষিপ্ত

মহিলাদের ক্রিকেটে সিনিয়র পর্যায়ে ভারতীয় দল এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। তবে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল ভারত।

দক্ষিণ আফ্রিকাকে সহজেই ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। রবিবার ফাইনালে অনায়াস জয় পেল ভারতীয় দল। রবিবার ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৮২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ২৩ রান করেন মিয়েকি ভ্যান ভুর্স্ট। ওপেনার জেম্মা বোথা করেন ১৬ রান। ফে কাউলিং করেন ১৫ রান। কারাবো মেসো করেন ১০ রান। ভারতের হয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন ম্যাচ ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটার গঙ্গাদি তৃষা। ৬ রান দিয়ে ২ উইকেট নেন পারুণিকা শিশোদিয়া। ৯ রান দিয়ে ২ উইকেট নেন আয়ূষী শুক্লা। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন বৈষ্ণবী শর্মা। ৭ রান দিয়ে ১ উইকেট নেন শবনম শাকিল।

সহজ জয় ভারতের

২০ ওভারে ৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১.২ ওভারেই ১ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। ওপেনার জি কমলিনী মাত্র ৮ রান করে আউট হয়ে যান। অপর ওপেনার তৃষা ৩৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে সনিকা চালকে ২২ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।

শেফালি ভার্মার পাশে নিকি প্রসাদ

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় শেফালি ভার্মার নেতৃত্বে প্রথমবার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। এবার মালয়েশিয়ার কুয়ালা লামপুরে নিকি প্রসাদের নেতৃত্বে টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্ট জিতল ভারত। এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখালেন তৃষা। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালেও বোলিং-ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখালেন এই অলরাউন্ডার। ফাইনালে ভারতের স্পিনাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন। বোলাররা দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেওয়ার ফলে ব্যাটারদের কাজ সহজ হয়ে যায়। দুই বিভাগেই সেরা পারফরম্যান্স দেখালেন অলরাউন্ডার তৃষা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সেরা দলে শেফালি, শ্বেতা, পরশভী

মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেরা দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন রিচা ঘোষ

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় ভারতের