চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। সম্প্রতি তিনি জাতীয় দলে ফিরেছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য তৈরি হচ্ছেন এই পেসার।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য তৈরি ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। রবিবার কটকের বারাবটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে এই খবর জানিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি জানিয়েছেন, শামি সম্পূর্ণ ফিট। যদিও ভারতীয় দল সূত্রে খবর, রবিবার শামির পরিবর্তে খেলার সুযোগ পেতে পারেন বাঁ হাতি পেসার আর্শদীপ সিং। তবে শামি রবিবার খেলার সুযোগ না পেলেও, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে থাকবেন। এ প্রসঙ্গে সীতাংশু জানিয়েছেন, ‘শামি পুরোপুরি ফিট। ও সম্পূর্ণ ফিট। রবিবার আর্শদীপ সুযোগ পাবে কি না, সে বিষয়ে প্রধান কোচ ও অধিনায়ক সিদ্ধান্ত নিতে পারেন।’
ফর্মে ফেরার লক্ষ্যে শামি
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে ফেরেন শামি। সেই সিরিজে তিনি ২ ম্যাচ খেলে ১৬.৬৭ গড়ে ৩ উইকেট পান। এরপর নাগপুরে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও খেলেন শামি। সেই ম্যাচে এই পেসার ৮ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন। তাঁর কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের আশায় ভারতীয় দল। জসপ্রীত বুমরা এখন চোটের জন্য দলের বাইরে। এই কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শামির উপর আরও নির্ভর করছে ভারতীয় দল।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন বুমরা?
অস্ট্রেলিয়া সফরে চোট পান বুমরা। সেই চোট তাঁকে এখনও ভোগাচ্ছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে আছেন এই পেসার। কিন্তু তিনি প্রথম ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। সীতাংশু জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না। বিসিসিআই মেডিক্যাল টিমের সদস্যরাই এ বিষয়ে বলতে পারবেন। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ফের বুমরার চোটের জায়গায় স্ক্যান করা হবে। তবে এই পেসার সম্পূর্ণ ফিট না হলেও, তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হচ্ছে। এই পেসারকে ধরেই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
জন্মের পর পুণেতে ডাস্টবিনে পড়েছিলেন, সেই মেয়েই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কিংবদন্তি!
সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার হাতছানি, ব্যর্থতা কাটিয়ে কটকে রান পাবেন রোহিত শর্মা?
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই, চোট সারিয়ে দলে ফিরবেন বিরাট কোহলি?
