আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে গেলেন মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভ স্মিথ

Published : Feb 12, 2025, 11:45 AM ISTUpdated : Feb 12, 2025, 12:35 PM IST
Mitchell Starc wants to play Pink Ball Day Night Test match against India at home

সংক্ষিপ্ত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। সব দলই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়াও প্রস্তুতি সেরে নিচ্ছে।

ব্যক্তিগত কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বুধবার চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলে নেই স্টার্ক। এর আগে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন। এই দুই পেসারের অবশ্য চোট রয়েছে। কিন্তু স্টার্ক ঠিক কী কারণে এই টুর্নামেন্ট সরে গেলেন, সেটা স্পষ্ট নয়। দলের সেরা তিন পেসারই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না। ফলে অস্ট্রেলিয়ার পেস বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। মিচেল মার্শকেও এই টুর্নামেন্টে পাচ্ছে না অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার ঠিক আগে ওডিআই ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন মার্কাস স্টোইনিস। ফলে তিনিও এই টুর্নামেন্টে খেলছেন না। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফিরছেন স্টিভ স্মিথ। কামিন্স খেললে তিনিই অধিনায়ক হতেন। কিন্তু বিশ্বকাপজয়ী অধিনায়ক দলে না থাকায় স্মিথের উপরেই ভরসা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

কেন খেলছেন না স্টার্ক?

৩৫ বছর বয়সি পেসার স্টার্ক কেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে গেলেন, সে বিষয়ে মুখ খোলেননি। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘আমরা মিচেল সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ওর পরিস্থিতি বুঝতে পারছি। আন্তর্জাতিক ক্রিকেটে ওর দায়বদ্ধতার জন্য মিচকে অত্যন্ত শ্রদ্ধা করা হয়। ও অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করার উপরেই সবচেয়ে বেশি জোর দেয়। ও চোট-আঘাতের যন্ত্রণা, প্রতিকূল পরিস্থিতিতেও খেলেছে। কেরিয়ারে আরও অনেক সুযোগ থাকলেও, দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। ওর এই দায়বদ্ধতার প্রশংসা করতেই হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওর না থাকা আমাদের জন্য বড় ধাক্কা। তবে অন্য কেউ এই টুর্নামেন্টে দাগ কাটার সুযোগ পাচ্ছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া দলে কারা আছেন?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া দলে আছেন- স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেরি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রেভিস হেড, জশ ইনগ্লিস, স্পেনসার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাংঘা, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা। রিজার্ভ সদস্য হিসেবে দলের সঙ্গে পাকিস্তানে যাবেন কুপার কনোলি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রোহিত শর্মার ব্যাটিংয়ের উন্নতিতে কীভাবে সাহায্য করেছে টেনিস বল? জানালেন ছোটবেলার কোচ

টানা দ্বিতীয়বার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

'আমাদের দল সত্যিকারের চ্যাম্পিয়নের মতো খেলেছে,' তৃষাদের প্রশংসায় সচিন

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: ক্যামেরন গ্রিনের জন্য কেন ২৫ কোটি টাকা খরচ করল নাইটরা? জানা গেল মাস্টার প্ল্যান
BCCI Payment: পারিশ্রমিক বাড়ল আড়াই গুণ, মহিলা ক্রিকেটারদের জন্য বিসিসিআই-এর সেরা উপহার