টানা দ্বিতীয়বার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। গঙ্গাদি তৃষাদের প্রশংসায় সচিন তেন্ডুলকররা।

রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দ্বিতীয়বার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। সারা টুর্নামেন্টেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন গঙ্গাদি তৃষারা। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বোলিং-ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান অলরাউন্ডার তৃষা। তিনি ফাইনাল ও বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ফাইনালে ভারতের জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তৃষা। দলের বাকিরাও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এর আগে ২০২৩ সালে মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন শেফালি ভার্মা, রিচা ঘোষরা। দু'বছর পর তাঁরা সেই খেতাব ধরে রাখলেন। টানা দ্বিতীয়বার ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল টি-২০ বিশ্বকাপ জেতায় দেশে মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করছে ক্রিকেট মহল।

তৃষাদের প্রশংসায় সচিনরা

ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট মহল পুরো টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত প্রাক্তন ক্রিকেটাররা। তাঁরা নিকি শর্মার দলের প্রশংসা করেছেন। ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিথালি রাজ, পুরুষদের ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকর, প্রাক্তন অফস্পিনার হরভজন সিং, টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর, সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন, উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ, প্রাক্তন মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়া-সহ অনেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তাঁদের 'এক্স' হ্যান্ডলে অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলের প্রশংসা করেছেন। সচিন লিখেছেন, 'প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত আমাদের দল সত্যিকারের চ্যাম্পিয়নের মতো খেলেছে। জয় পাওয়া বিশেষ। কিন্তু খেতাব ধরে রাখতে হলে অসামান্য কিছু দরকার হয়। ফের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জেতায় টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানাই। এই দল অনেকজনকে অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতের জন্য নতুন মাপকাঠি ঠিক করে দিয়েছে। মেয়েদের জন্য এবং মহিলা ক্রিকেটের জন্য আমি খুব খুশি।'

Scroll to load tweet…

Scroll to load tweet…

দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন ভারত

এবার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখান তৃষারা। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ, আয়োজক দেশ মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার সিক্স পর্বে জায়গা করে নেয় ভারতীয় দল। সুপার সিক্সে বাংলাদেশ এবং স্কটল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জয় পায় ভারত। রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেল ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১১.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারতীয় দল।

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টানা দ্বিতীয়বার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন বাঙালি কন্যার সাফল্যে খুশির জোয়ার পরিবারে

অবসর সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে, গাড়ি কিনলেন অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী রিচা