যাবতীয় ব্যবস্থাপনা সম্পূর্ণ হতে ঢের বাকি, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে চাপে পাকিস্তান

২০২৫ সালে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। কিন্তু লাহোর, করাচি, রাওয়ালপিন্ডিতে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে কি না, সেটা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু পাকিস্তানের যে তিনটি স্টেডিয়ামে ম্যাচ হবে, সেই স্টেডিয়ামগুলিতে ক্রিকেটার, আম্পায়ার, দর্শকদের জন্য উন্নত ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ এখনও অনেক বাকি। ৩১ জানুয়ারির মধ্যে স্টেডিয়ামগুলি সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তাতে খুশি হতে পারছেন না আইসিসি কর্তারা। সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিল আইসিসি-র প্রতিনিধি দল। সেই দল লাহোরের গদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়াম, করাচির ন্যাশনাল স্টেডিয়াম সংস্কারের কাজ খতিয়ে দেখে। স্টেডিয়ামগুলি সংস্কারের কাজের গতি দেখে খুশি হতে পারেননি আইসিসি কর্তারা। তাঁরা চাইছেন কাজের গতি বাড়াক পিসিবি। ফলে পাকিস্তানের উপর চাপ বেড়েছে।

পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?

Latest Videos

চার মাস পরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে। স্টেডিয়ামগুলি সংস্কারের জন্য পাকিস্তানি মুদ্রায় ১,২৫০ কোটি টাকা বরাদ্দ করেছে পাকিস্তান সরকার। কিন্তু সংস্কারের কাজ ভালোভাবে এগোচ্ছে না। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সংস্কারের কাজের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ মুলতানে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় পিসিবি। ঠিক সময়ে স্টেডিয়ামগুলি সংস্কারের কাজ শেষ করতে না পারলে সমস্যায় পড়বে পিসিবি।

পাকিস্তানে নিরাপত্তাব্যবস্থা কেমন?

সম্প্রতি একাধিক দল পাকিস্তানে সিরিজ খেলেছে। ইংল্যান্ড দলও পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে চলেছে। ফলে পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আশঙ্কা অনেকটাই দূর হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় দল হয়তো পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। বিসিসিআই জানিয়েছে, কেন্দ্রীয় সরকার পাকিস্তানে দল পাঠানোর অনুমতি দেবে না। ফলে এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ভারতীয় দলকে বাদ দিয়ে আইসিসি-র পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা সম্ভব নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্রথম ইনিংসের ব্যর্থতা ঢাকলেন শুবমান গিল, দ্বিতীয় দিনের শেষেই ভারতের মুঠোয় চেন্নাই টেস্ট

আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট, চেন্নাই টেস্টে নতুন নজির জসপ্রীত বুমরার

প্রথম ইনিংসে ২২৭ রানে এগিয়ে থেকেও বাংলাদেশকে ফলো অন করাল না ভারত, তৃতীয় দিনেই শেষ ম্যাচ?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee