এশিয়া কাপের প্রস্তুতি, ব্যাটিং অনুশীলনে কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার
- FB
- TW
- Linkdin
এবারের আইপিএল শুরু হওয়ার আগে চোট পেয়েছিলেন, এখন অনেকটাই ফিট শ্রেয়াস আইয়ার
চোটের জন্য এবারের আইপিএল-এ খেলতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি এখনও ১০০ শতাংশ ফিট হয়ে উঠতে পারেননি।
এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন শ্রেয়াস আইয়ার
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার। তিনি নেটে ব্যাটিং করছেন।
ফিট হয়ে উঠে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে শ্রেয়াস আইয়ারের খেলার আশা বাড়ছে
সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের মিডল অর্ডারে সমস্যা দেখা যাচ্ছে। শ্রেয়াস আইয়ার দলে ফিরলে তিনিই ৪ নম্বরে ব্যাটিং করবেন। ফলে মিডল অর্ডারের সমস্যা মিটবে বলে আশা টিম ম্যানেজমেন্টের।
শ্রেয়াস আইয়ারের সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন চালাচ্ছেন কে এল রাহুলও
এবারের আইপিএল চলাকালীন চোট পেয়ে ছিটকে যান লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। তবে তিনি এখন অনেকটাই ফিট হয়ে গিয়েছেন।
বেঙ্গালুরুর কেএসসিএ বি গ্রাউন্ডে ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং অনুশীলন রাহুল, শ্রেয়াসের
২২ গজে সাবলীল ব্যাটিংই করছেন কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ার। তাঁরা ভালোভাবে শট খেলছেন, ছুটে রান নিচ্ছেন।
এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে ফেরার লক্ষ্যে তৈরি হচ্ছেন কে এল রাহুল
ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের মিডল অর্ডারের সমস্যা মেটানোর জন্য শ্রেয়াস আইয়ারের পাশাপাশি কে এল রাহুলকেও দরকার।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে আছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ
গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হওয়া ঋষভ পন্থ এখন অনেকটাই ফিট হয়ে উঠেছেন। তবে তাঁর পক্ষে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে খেলা কঠিন।
মাঠে থেকে কে এল রাহুল, শ্রেয়াস আইয়ারের ব্যাটিং উপভোগ করছেন ঋষভ পন্থ
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন ঋষভ পন্থ। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বহুদিন পর তিনি সরাসরি ক্রিকেট খেলা দেখছেন।
ঋষভ পন্থ কবে জাতীয় দলে ফিরবেন, সে ব্যাপারে এখনও নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি
কয়েকদিন পরেই এশিয়া কাপের দল ঘোষণা করতে চলেছেন নির্বাচকরা। সেই দলে হয়তো থাকবেন না ঋষভ পন্থ।
১০০ শতাংশ ফিট হয়ে উঠে জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরা
আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরা। এই সফরে তাঁর ফিটনেস দেখে নেবেন নির্বাচকরা।