সচিন, ধোনি, বিরাট নন, সবচেয়ে ধনী ভারতীয় ক্রিকেটারের নাম হয়তো অনেকেরই অজানা
- FB
- TW
- Linkdin
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী কোনওদিন আন্তর্জাতিক ক্রিকেট না খেলা সমরজিৎসিং গায়কোয়াড়
বরোদার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা সমরজডিৎ সিংই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০ হাজার কোটি টাকারও বেশি।
বরোদার হয়ে ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন সমরজিৎসিং গায়কোয়াড়, মোট রান ১১৯
প্রথম শ্রেণির ক্রিকেটে খুব একটা সাফল্য পাননি সমরজিৎসিং গায়কোয়াড়। তাঁর মোট রান ১১৯। সর্বাধিক স্কোর ৬৫। ব্যাটিংয়ের গড় ১৭।
বরোদার রাজা সমরজিৎসিং গায়কোয়াড়, উত্তরাধিকার সূত্রে পারিবারিক সম্পত্তি পেয়েছেন তিনি
বর্তমানে রাজতন্ত্র না থাকলেও পারিবারিক রীতি অনুযায়ী বরোদার রাজা সমরজিৎসিং গায়কোয়াড়। ২০১৩ সালে তিনি উত্তরাধিকার সূত্রে পারিবারিক সম্পত্তি পেয়েছেন। এর ফলেই তিনি সবচেয়ে ধনী ভারতীয় ক্রিকেটার হয়ে গিয়েছেন।
১৯৬৭ সালের ২৫ এপ্রিল জন্ম সমরজিৎসিং গায়কোয়াড়ের, এখন তাঁর বয়স ৫৬ বছর
১৯৬৭ সালের ২৫ এপ্রিল জন্ম হয় সমরজিৎসিং গায়কোয়াড়ের। তাঁর বাবা রঞ্জিৎসিং প্রতাপসিং গায়কোয়াড় ও মা শুভাঙ্গিনীরাজে।
দুন স্কুলে পড়ার সময় ক্রিকেট ছাড়াও ফুটবল ও টেনিস খেলেছেন সমরজিৎসিং গায়কোয়াড়
দুন স্কুলে পড়াশোনা করেন সমরজিৎসিং গায়কোয়াড়। তিনি স্কুলের ক্রিকেট, ফুটবল ও টেনিস দলের অধিনায়ক ছিলেন।
২০১২ সালের মে মাসে বাবার মৃত্যু হয়, পরের মাসে পরিবারের রীতি মেনে রাজা হন সমরজিৎসিং গায়কোয়াড়
২০১২ সালের মে মাসে প্রয়াত হন রঞ্জিৎসিং প্রতাপসিং গায়কোয়াড়। এরপর সে বছরেরই ২২ জুন লক্ষ্মী বিলাস প্যালেসে পরিবারের রীতি মেনে রাজা হিসেবে অভিষেক হয় সমরজিৎসিং গায়কোয়াড়ের।
কাকা সংগ্রামসিং গায়কোয়াড়ের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে রফা করেন সমরজিৎসিং গায়কোয়াড়
২৩ বছর ধরে কাকা সংগ্রামসিং গায়কোয়াড়ের সঙ্গে উত্তরাধিকার সূত্রে পাওয়া পারিবারিক সম্পত্তি নিয়ে আইনি লড়াই চলছিল সমরজিৎসিং গায়কোয়াড়ের। ২০১৩ সালে রফা হয়। এর ফলে পারিবারিক সম্পত্তি পান সমরজিৎসিং।
কাকার সঙ্গে রফাসূত্রের ভিত্তিতে লক্ষ্মী বিলাস প্যালেসের অধিকার পেয়েছেন সমরজিৎসিং গায়কোয়াড়
কাকার সঙ্গে রফা অনুযায়ী, লক্ষ্মী বিলাস প্যালেস, বরোদার মোতি বাগ স্টেডিয়াম-সহ ৬০০ একরেরও বেশি জমি এবং সেই জমিতে থাকা সম্পত্তি ও মহারাজা ফতেহ সিং মিউজিয়ামের অধিকার পেয়েছেন সমরজিৎসিং গায়কোয়াড়।
বিখ্যাত শিল্পী রাজা রবি বর্মার আঁকা বেশ কয়েকটি ছবিও পেয়েছেন সমরজিৎসিং গায়কোয়াড়
উত্তরাধিকার সূত্রে রাজা রবি বর্মার আঁকা বেশ কয়েকটি ছবি, সোনা, রুপো-সহ রাজপরিবারের অনেক গয়নাও পেয়েছেন সমরজিৎসিং গায়কোয়াড়।
ভারতের সবচেয়ে বড় ব্যক্তিগত বাসভবন লক্ষ্মী বিলাস প্যালেসে থাকেন সমরজিৎসিং গায়কোয়াড়
লক্ষ্মী বিলাস প্যালেস ভারতের সবচেয়ে বড় ব্যক্তিগত বাসভবন। সেখানেই স্ত্রী ওয়াংকানের রাজ্যের রাজকন্যা রাধিকারাজে ও ২ মেয়েকে নিয়ে থাকেন সমরজিৎসিং গায়কোয়াড়।