এবারের এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। রোহিত শর্মা-বাবর আজমদের লড়াই দেখার অপেক্ষায় ২ দলের সমর্থকরা।
এখনও পর্যন্ত একবারও ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয় পায়নি পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। বাকি সব ম্যাচই জিতেছে ভারতীয় দল। এশিয়া কাপেও সাফল্যের বিচারে পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। গত বছর টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারলেও, অসাধারণ লড়াই করে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারতীয় দল। এবারের এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপেও ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। যদিও সেটা মানতে নারাজ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সরফরাজ নওয়াজ। তাঁর দাবি, ভারতের চেয়ে পাকিস্তানের দল অনেক বেশি তৈরি। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে পাকিস্তানকে এগিয়ে রাখছেন সরফরাজ।
পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘পাকিস্তান দল অনেক বেশি গোছানো। দলের সবাই অনেকদিন ধরে একসঙ্গে খেলছে। ভারতের সঙ্গে তুলনা করা হলে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে এগিয়ে পাকিস্তান। ভারতীয়রা এখনও পর্যন্ত এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল তৈরি করতে পারেনি। অধিনায়ক বদল করা হচ্ছে, অনেক নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত উপযুক্ত কম্বিনেশন গড়ে তুলতে পারেনি ভারত। আমার মনে হয়, ভারতীয় দলকে উন্নত করে তোলার বদলে ধ্বংস করা হয়েছে।’
ভারতীয় দল সম্পর্ক সরফরাজ আরও বলেছেন, ‘দেশের মাটিতে খেললে সবসময়ই প্রত্যাশা বেশি থাকে। এর ফলে চাপ বেড়ে যায়। তবে ভারতীয় দলের সুবিধা হল, দলে এমন কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছে যারা ভালো পারফরম্যান্স দেখাচ্ছে।’
এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দলের সেরা অস্ত্র হিসেবে শাহিন শাহ আফ্রিদিকে দেখছেন সরফরাজ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ও একজন অসাধারণ বোলার। প্রথম ২-৩ ওভারে ওর বোলিং মারাত্মক হয়। আমি খুব কম বোলারের মধ্যেই স্যুইং, সিমের উপর এরকম নিয়ন্ত্রণ দেখেছি। ও নতুন বলে পেস ও ইয়র্কারও দুর্দান্ত। আমি আশাবাদী, এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে পাকিস্তান খুব ভালো পারফরম্যান্স দেখাবে। কারণ, আমাদের দল পুরোপুরি তৈরি। বাবর আজম ভালোভাবেই পাকিস্তান দলকে নেতৃত্ব দিচ্ছে। নির্বাচকরা দারুণ ভারসাম্যযুক্ত একটি দল বাছাই করেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ ও এশিয়া কাপের জন্য দুর্দান্ত দল বেছে নেওয়া হয়েছে।’
অনেক টালবাহানার পর পিসিবি-কে ওডিআই বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠানোর অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচই হবে শ্রীলঙ্কায়। ভারত-পাকিস্তান ম্যাচও হবে শ্রীলঙ্কায়। ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
আরও পড়ুন-
আইপিএল থেকে অবসরের পর এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অম্বাতি রায়াডু
কত সম্পত্তির মালিক ভারতীয় দলের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান? রইল হিসেব
Rohit Sharma : লক্ষ্য ওডিআই বিশ্বকাপ, জিমে গা ঘামাচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা