ICC Champions Trophy: ভারতের জন্য বিশেষ উদ্যোগ আইসিসি-র! কিন্তু সমস্যায় পড়বে প্রতিপক্ষ?

দীর্ঘ টালবাহানার পর, শেষপর্যন্ত দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে ভারত। 

তবে তার আগে, সেই মরুশহরেই প্রস্তুতি নেবেন রোহিত শর্মারা। টুর্নামেন্ট খেলতে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারতীয় ক্রিকেট দল। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমে হাইব্রিড মডেলে খেলতে রাজি হয়নি পাকিস্তান। তবে শেষপর্যন্ত, ভারতের চাপের মুখে কার্যত হার মানতে বাধ্য হয় পাক ক্রিকেট বোর্ড।

জানিয়ে দেওয়া হয়, দুবাইতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে ভারত। আর গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। অন্যদিকে, ভারত বনাম পাক মহারণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে ভারতের সবকটি ম্যাচ খেলা হবে দুবাইতে। তবে শুধু গ্রুপ পর্বের ম্যাচ নয়, ভারত সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে সেই ম্যাচগুলিও হবে দুবাইতেই।

Latest Videos

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত। তারপরে দুবাইতে পাড়ি দেবে টিম ইন্ডিয়া। আগামী ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ। সেই ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবেন রোহিতরা।

সূত্রের খবর, তার আগেই ভারতের জন্য একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে আইসিসি।

তবে এক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে ICC-কে। কারণ, ভারত ছাড়া বাকি ৭টি দলই পাকিস্তানে খেলবে। তাই ভারতের বিরুদ্ধে খেলার জন্য কোনও একটি দলকে পাকিস্তান থেকে আবার দুবাইতে উড়ে যেতে হবে। যাত্রার ক্লান্তি এবং খরচ ইত্যাদি সমস্যায় পড়তে হবে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গেলে। তাই এতকিছু মাথায় রেখে কোনও দলকে প্রস্তুতি ম্যাচের জন্য রাজি করানো বেশ কঠিন হতে পারে বলেই মনে করছে আইসিসি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ১১ই জানুয়ারি কী অপেক্ষা করছে আপনার জন্য, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari