'গৌতম গম্ভীর দ্বিচারিতা করছে, যা বলে তা করে না,' তোপ মনোজ তিওয়ারির

Published : Jan 09, 2025, 09:10 PM ISTUpdated : Jan 09, 2025, 09:29 PM IST
Gautam Gambhir

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ভারতীয় দল ব্যর্থ হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি অনেকের নিশানায় প্রধান কোচ গৌতম গম্ভীর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেটে বিতর্ক তৈরি হয়েছে।

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসঙ্গে খেলেছিলেন গৌতম গম্ভীর ও মনোজ তিওয়ারি। ২০১২ সালে গম্ভীরের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন মনোজ। তবে তিনি যে প্রাক্তন সতীর্থর প্রতি শ্রদ্ধাশীল নন, সেটা বুঝিয়ে দিলেন। বাংলা সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীরের তীব্র সমালোচনা করলেন মনোজ। বাংলার প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘গৌতম গম্ভীর দ্বিচারিতা করছে। ও যা বলে তা করে না। বোলিং কোচের কাজ কী? কোচ যা বলে, বোলিং কোচ ঠিক সেটাই করে। মর্নি মর্কেল লখনউ সুপার জায়ান্টস থেকে এসেছে। কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের সঙ্গে ছিল অভিষেক নায়ার। ভারতের প্রধান কোচ জানে, ওর নির্দেশ অমান্য করবে না নায়ার।’

অন্যায্যভাবে কৃতিত্ব নিয়েছেন গম্ভীর!

গম্ভীরকে তোপ দেগে মনোজ আরও বলেছেন, ‘আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সাফল্যের জন্য অন্যায্যভাবে কৃতিত্ব নিয়েছে গম্ভীর। অধিনায়ক ও মেন্টর হিসেবে ওর ব্যক্তিগত প্রচেষ্টার চেয়ে জনসংযোগই বেশি ছিল। গম্ভীর একা হাতে কেকেআর-কে খেতাব জেতায়নি। আমরা দলগতভাবে সবাই ভালো পারফরম্যান্স দেখিয়েছিলাম। জ্যাক কালিস, সুনীল নারিন, আমি, সবাই দলের সাফল্যে অবদান রেখেছিলাম। কিন্তু কে কৃতিত্ব নিল? এমন পরিবেশ তৈরি হয় এবং প্রচার হয়, যার ফলে সব কৃতিত্ব নেয় গম্ভীর।’

গম্ভীরের পাশে হর্ষিত রানা, নীতীশ রানা

মনোজ সমালোচনা করলেও, গম্ভীরের পাশে দাঁড়িয়েছেন হর্ষিত রানা, নীতীশ রানা। ইনস্টাগ্রামে এক বিবৃতিতে হর্ষিত লিখেছেন, ‘ব্যক্তিগত নিরাপত্তাহীনতার জন্য কারও সমালোচনা করা ভালো ব্যাপার নয়। গৌতি ভাইয়া এমন একজন, যিনি নিজের চেয়ে অন্যদের কথা বেশি ভাবেন। যে খেলোয়াড়রা অফফর্মে, তিনি তাঁদের পাশে থাকেন। আমরা সাফল্য পেলে তিনি সেই খেলোয়াড়দেরই প্রচারের আলোয় এনে দেন। তিনি এটা অনেকবার করেছেন। ম্যাচ কীভাবে আমাদের পক্ষে নিয়ে আসতে হয়, সে বিষয়ে তাঁর জ্ঞান আছে।’ নীতীশ বলেছেন, ‘আসল তথ্যের মাধ্যমে সমালোচনা করা উচিত। ব্যক্তিগত নিরাপত্তাহীনতার জন্য নয়। গৌতি ভাইয়া এমন একজন যিনি নিজের কথা ভাবেন না। তিনি দলের বিপর্যয়ের সময় সবচেয়ে বেশি দায়িত্ব নেন। পারফরম্যান্সের জন্য জনসংযোগের দরকার হয় না। ট্রফিই কথা বলে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'টেস্ট দলে বদলের প্রক্রিয়া চলছে,' বিরাট-রোহিতের অবসরের জল্পনা উস্কে দিলেন গম্ভীর

'অভিষেক ম্যাচের মতোই এখনও বিরাটের রানের খিদে একইরকম,' প্রশংসায় গম্ভীর

Ranji Trophy: 'পরের মরসুম থেকে রঞ্জি ট্রফি তুলে দেওয়া হোক,' বিস্ফোরক মনোজ তিওয়ারি

PREV
click me!

Recommended Stories

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালেন মিচেল স্টার্করা