Virat Kohli Birthday: জন্মদিনে ইডেনে শতরান, সচিনের রাজত্বে ভাগ বসালেন কিং কোহলি

জন্মদিনে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেললেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। তাঁর এই ইনিংস দেখে ইডেনের দর্শকরা উচ্ছ্বসিত।

ওয়াংখেড়েতে অল্পের জন্য শতরান পাননি। জন্মদিনে ইডেন গার্ডেন্সে সেই আফশোস মিটিয়ে নিলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করলেন এই তারকা। ওডিআই ফর্ম্যাটে ৪৯-তম শতরান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করলেন বিরাট। দলের প্রয়োজনের সময় বেশিরভাগ ম্যাচেই অসাধারণ ব্যাটিং করেন বিরাট। রবিবাসরীয় ইডেন গার্ডেন্সেও সেটাই দেখা গেল। ধৈর্য ধরে ব্যাটিং করলেন বিরাট। শতরান করার পথে একটিও ছক্কা মারেননি। স্ট্রাইক রেট ছিল আটের ঘরে। সাধারণত এভাবে ব্যাটিং করেন না বিরাট। তাঁর ব্যাট থেকে বড় শট দেখা যায়, স্ট্রাইক রেটও বেশি থাকে। কিন্তু এদিন অন্যরকম ব্যাটিং করলেন বিরাট।

ইডেনে বিশাল স্কোর ভারতের

Latest Videos

এই ইনিংসে বিরাট ১২১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। তিনি ১০টি বাউন্ডারি মারেন। স্ট্রাইক রেট ৮৩.৪৭। বিরাটের এই অসাধারণ ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল স্কোর করল ভারতীয় দল। নির্ধারিত ৫০ ওভারের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৩২৬। বিরাটের পাশাপাশি দুর্দান্ত ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রান করার পর রবিবার ইডেনে ৭৭ রান করলেন শ্রেয়াস। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ইডেনে বরাবরই ভালো খেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে তিনি ২৪ বলে ৪০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার শুবমান গিল করেন ২৩ রান। কে এল রাহুল ৮ রান করেই আউট হয়ে যান। ১৪ বলে ২২ রান করেন সূর্যকুমার যাদব। ১৫ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।

রানের খনি মার্কো জ্যানসেন

শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভার বোলিং করে ৯০ রান দেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। রবিবার ইডেনে ৯.৪ ওভার বোলিং করে ৯৪ রান দিলেন মার্কো জ্যানসেন। তিনি অবশ্য রাহুলের উইকেট নেন। ৮.২ ওভার বোলিং করে ৬৩ রান দিয়ে ১ উইকেট নেন লুঙ্গি এনগিডি। তুলনামূলকভাবে ভালো বোলিং করেন কাগিসো রাবাদা। এই পেসার ১০ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন। অসাধারণ বোলিং করেন কেশব মহারাজ। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ১ উইকেট নেন মহারাজ। ১০ ওভার বোলিং করে ৭২ রান দিয়ে ১ উইকেট নেন তাবরেজ শামসি। ২ ওভার বোলিং করে ১৭ রান দেন এইডেন মার্করাম।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli Birthday: বোলার হিসেবে বিরাটের অনন্য রেকর্ড, জন্মদিনে জানালেন গর্বিত অনুষ্কা

England Vs Australia: ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, সেমি-ফাইনালের পথে অস্ট্রেলিয়া

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন