এশিয়া কাপ ফাইনালের পর প্রথমবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারতীয় দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ভালো পারফরম্যান্স দেখাল ভারত।
সচিন তেন্ডুলকরের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামেই তাঁর রেকর্ড স্পর্শ করার আশা জাগিয়েও শেষরক্ষা করতে পারলেন না বিরাট কোহলি। ওডিআই ফর্ম্যাটে ৪৯টি শতরান আছে সচিনের। বৃহস্পতিবার ওডিআই বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে সচিনের নজির স্পর্শ করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বিরাট। ওয়াংখেড়েতেই এই রেকর্ড গড়তে পারলে তাৎপর্যপূর্ণ হত। রাজপুরীতেই রাজার রাজত্বে ভাগ বসাতেন বিরাট। কিন্তু ৯৪ বলে ৮৮ রান করে দিলশান মদুশনাকার বলে পথুম নিশাঙ্ককে ক্যাচ দিয়ে ফিরে গেলেন বিরাট। নিশ্চিত শতরান হারালেন শুবমান গিলও। ৯২ বলে ৯২ রান করে মদুশনাকার বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতের তরুণ ওপেনার।
ওয়াংখেড়েতে বিরাট-শুবমানের লড়াই
ভারতীয় দল যখনই বিপদে পড়ে তখনই সেরা পারফরম্যান্স দেখান বিরাট। বৃহস্পতিবার ওয়াংখেড়েতেও সেটাই হল। এদিন ভারতের ইনিংসের দ্বিতীয় বলেই অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর শুবমানকে নিয়ে অসাধারণ পার্টনারশিপ গড়লেন বিরাট। তাঁদের জুটিতে যোগ হয় ১৮৯ রান। দুই তারকা ব্যাটারই শতরানের আশা জাগিয়ে তোলেন। কিন্তু তাঁরা শতরান থেকে অল্প দূরেই থেমে গেলেন। তবে ভারতীয় দল বিশাল স্কোর করল। ফলে চলতি ওডিআই বিশ্বকাপে টানা সপ্তম ম্যাচ জয়ের পথে ভারত।
ফর্মে শ্রেয়াস আইয়ার
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে শ্রেয়াস আইয়ারের ফর্ম নিয়ে ভারতীয় দলের চিন্তা ছিল। তবে ওয়াংখেড়তে ফর্মে ফিরলেন শ্রেয়াস। তিনি এদিন ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে দলকে ভরসা দিলেন। ৫৬ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেললেন শ্রেয়াস। তিনিও শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু মদুশনাকার চতুর্থ শিকার হলেন শ্রেয়াস। তবে কোনও ব্যাটারই শতরান করতে না পারলেও, ৩৫০ রান পেরিয়ে গেল ভারতীয় দল। ৮ উইকেটে ৩৫৭ রান করল ভারত। রবীন্দ্র জাদেজা ৩৫, কে এল রাহুল ২১, সূর্যকুমার যাদব ১২ রান করেন। ফলে টানা সপ্তম ম্যাচে জয় পেতে চলেছেন বিরাটরা।
শ্রীলঙ্কার বোলিং ব্যর্থতা
এদিন টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস দাবি করেন, দ্বিতীয়ার্ধে ব্যাটিং করা সহজ হবে। কিন্তু তাঁদের পক্ষে বোধহয় ৩৫৮ রানের টার্গেট তাড়া করা মোটেই সহজ হবে না। মদুশনাকা ৫ উইকেট নিলেও, ১০ ওভার বোলিং করে ৮০ রান দেন। ৭১ রান দিয়ে ১ উইকেট নেন দুষ্মন্ত্য চামিরা। উইকেট না পেলেও, দুর্দান্ত বোলিং করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৩ ওভার বোলিং করে এই অভিজ্ঞ অলরাউন্ডার দেন মাত্র ১১ রান।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ICC World Cup 2023: বিশ্বকাপের টিকিটে দেদার কালোবাজারি! ময়দান থানায় তলব সিএবি সভাপতিকে
New Zealand Vs South Africa: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯০ রানে জয়, সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা