ICC World Cup 2023: বিশ্বকাপের টিকিটে দেদার কালোবাজারি! ময়দান থানায় তলব সিএবি সভাপতিকে

Published : Nov 02, 2023, 09:20 AM ISTUpdated : Nov 02, 2023, 09:22 AM IST
Eden Gardens

সংক্ষিপ্ত

প্রাপ্য টিকিট পাননি বিধায়করাও। এই ঘটনায় নাম জড়িয়েছে সিএবি সভাপতির। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ময়দান থানায় তলব করা হয় তাঁকে।

বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক বিতর্কে জর্জরিত সিএবি। এবার টিকিট কেলেঙ্কারির জেরে ময়দান থানায় তলব করা হল সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। বিশ্বকাপের টিকিট বণ্টন ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন। অভিযোগ বার্ষিক চাঁদা দিয়েও টিকিট পাননি সিএবি-এর সদস্যরা। অনলাইনে টিকিট কাটতে হয়েছে তাঁদের। এমনকী প্রাপ্য টিকিট পাননি বিধায়করাও। এই ঘটনায় নাম জড়িয়েছে সিএবি সভাপতির। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ময়দান থানায় তলব করা হয় তাঁকে।

বিশ্বকাপের টিকিটের চাহিদা বরাবর খুব বেশির দিকে। তবে কোটার টিকিট থাকে অনেকরই। কিন্তু এবার বিশ্বকাপে সিএবি সদস্য থেকে বিধায়ক, প্রাপ্য টিকিট পাননি কেউই। এমনকী অভিযোগ উঠছে সাংবাদিকদের বৈধ কার্ড নিয়েও নিরপেক্ষতা বজায় রাখতে পারেন সিএবি। টিকিট বন্টনের ক্ষেত্রে উঠে আসছে একাধিক অব্যবস্থার নজির।

টিকিট বন্টনে চরম অব্যবস্থা

বিশ্বকাপের টিকিট বন্টন ঘিরে নতুন করে সমস্যা। বিধায়ক থেকে সিএবি সদস্য, এমনকী সাংবাদিকদেরও মেলেনি টিকিট। বার্ষিক চাঁদা দিয়েও অনলাইনে টিকিট কাটতে হয়েছে সিএবি সদস্যদের। এখানেই শেষ নয় নিরপেক্ষতার অভাব সাংবাদিকদের ক্ষেত্রেও। অভিযোগ কলকাতার বহু নামী সাংবাদিকদের কার্ড দেওয়া হয়নি। তবে এমন কিছু সাংবাদিকরা কার্ড পেয়েছেন যাঁদের কোনও স্থায়ী হাউজ নেই। এদের মধ্যে এমন লোকজনও রয়েছেন যাঁরা ইউটিউব কিংবা ফেসবুকে ব্যাক্তিগত পেজ চালান। ঘটনায় নাম জড়িয়েছে অনলাইন টিকিট বুকিং অ্যাপ বুক মাই শো-এরও। যেহেতু বিশ্বকাপের টিকিট অনলাইনে এই অ্যাপের মাধ্যমে বিক্রি করা হয়েছিল তাই এই অ্যাপের মালিককেও আসতে হবে ময়দান থানায়। ইতিমধ্যেই গুঞ্জন চট্টোপাধ্যায় নামে এক ব্যাক্তিকে টিকিটের কালোবাজারি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ ৯০০ থেকে ১৫০০ টাকার বেশি দামে টিকিট বিক্রি করছিলেন তিনি। সিএবি থেকে অনেক টিকিটই এইভাবে বেয়াইনি পথে বেরিয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান, খেলায় ফিরতে পারবে অস্ট্রেলিয়া?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি: শামির ৪ উইকেট, সার্ভিসেসের বিরুদ্ধে সহজ জয় বাংলার