সংক্ষিপ্ত

এবারের ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। বুধবার এই দুই দলের ম্যাচ অবশ্য একপেশে হল। কোনওরকম লড়াই করতে পারল না নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে চলতি ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করল দক্ষিণ আফ্রিকা। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কিউয়িদের ১৯০ রানে হারিয়ে দিল প্রোটিয়ারা। এই জয়ের ফলে ৭ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দল ৬ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে এগিয়ে প্রোটিয়ারা। অবশ্য বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেলেই ফের শীর্ষে পৌঁছে যাবে ভারত। বুধবার হারের ফলে ৭ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। 

কুইন্টন ডি ককের নজির

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক কুইন্টন ডি কক, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার ও কেশব মহারাজ। প্রথমে ব্যাটিং করতে নেমে শতরান করেন ডি কক ও ভ্যান ডার ডুসেন। এবারের ওডিআই বিশ্বকাপে ৪টি শতরান হয়ে গেল ডি ককের। ঝোড়ো অর্ধশতরান করেন মিলার। এরপর ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন মহারাজ। ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন মার্কো জ্যানসেন। ৪১ রান দিয়ে ২ উইকেট নেন জেরাল্ড কোটজি। ১৬ রান দিয়ে ১ উইকেট নেন কাগিসো রাবাদা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ৩৫৭ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩৫.৩ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। ফলে ১৯০ রানে জয় পেল প্রোটিয়ারা।

নিউজিল্যান্ডের তৃতীয় হার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডের বোলিং-ব্যাটিং কোনওটাই ভালো হল না। বিপক্ষ দল ৩৫৭ রান করলে বোলারদের অবস্থা সহজেই অনুমান করা যায়। সবচেয়ে খারাপ বোলিং করেছেন জেমস নিশম। তিনি ৫.৩ ওভার বোলিং করে ৬৯ রান দিয়ে ১ উইকেট নেন। ১০ ওভার বোলিং করে ৭৭ রান দিয়ে ২ উইকেট নেন টিম সাউদি। ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। কিউয়ি ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৬০ রান করেন গ্লেন ফিলিপস। ৩৩ রান করেন ওপেনার উইল ইয়াং। ড্যারিল মিচেল করেন ২৪ রান। নিউজিল্যান্ডের আর কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Shubman Gill-Sara Tendulkar: প্রকাশ্যে সারার সঙ্গে, মুখ লুকিয়ে পালালেন শুবমান, ভাইরাল ভিডিও

ICC Cricket World Cup 2023: বিশ্বকাপের সেমি-ফাইনালে যেতে পারবে পাকিস্তান? কী বলছে অঙ্ক?

YouTube video player