New Zealand Vs South Africa: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯০ রানে জয়, সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা

এবারের ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। বুধবার এই দুই দলের ম্যাচ অবশ্য একপেশে হল। কোনওরকম লড়াই করতে পারল না নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে চলতি ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করল দক্ষিণ আফ্রিকা। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কিউয়িদের ১৯০ রানে হারিয়ে দিল প্রোটিয়ারা। এই জয়ের ফলে ৭ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দল ৬ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে এগিয়ে প্রোটিয়ারা। অবশ্য বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেলেই ফের শীর্ষে পৌঁছে যাবে ভারত। বুধবার হারের ফলে ৭ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। 

কুইন্টন ডি ককের নজির

Latest Videos

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক কুইন্টন ডি কক, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার ও কেশব মহারাজ। প্রথমে ব্যাটিং করতে নেমে শতরান করেন ডি কক ও ভ্যান ডার ডুসেন। এবারের ওডিআই বিশ্বকাপে ৪টি শতরান হয়ে গেল ডি ককের। ঝোড়ো অর্ধশতরান করেন মিলার। এরপর ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন মহারাজ। ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন মার্কো জ্যানসেন। ৪১ রান দিয়ে ২ উইকেট নেন জেরাল্ড কোটজি। ১৬ রান দিয়ে ১ উইকেট নেন কাগিসো রাবাদা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ৩৫৭ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩৫.৩ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। ফলে ১৯০ রানে জয় পেল প্রোটিয়ারা।

নিউজিল্যান্ডের তৃতীয় হার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডের বোলিং-ব্যাটিং কোনওটাই ভালো হল না। বিপক্ষ দল ৩৫৭ রান করলে বোলারদের অবস্থা সহজেই অনুমান করা যায়। সবচেয়ে খারাপ বোলিং করেছেন জেমস নিশম। তিনি ৫.৩ ওভার বোলিং করে ৬৯ রান দিয়ে ১ উইকেট নেন। ১০ ওভার বোলিং করে ৭৭ রান দিয়ে ২ উইকেট নেন টিম সাউদি। ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। কিউয়ি ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৬০ রান করেন গ্লেন ফিলিপস। ৩৩ রান করেন ওপেনার উইল ইয়াং। ড্যারিল মিচেল করেন ২৪ রান। নিউজিল্যান্ডের আর কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Shubman Gill-Sara Tendulkar: প্রকাশ্যে সারার সঙ্গে, মুখ লুকিয়ে পালালেন শুবমান, ভাইরাল ভিডিও

ICC Cricket World Cup 2023: বিশ্বকাপের সেমি-ফাইনালে যেতে পারবে পাকিস্তান? কী বলছে অঙ্ক?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)