
শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজে ভারতীয় দল হেরে গেলেও, অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। এই পারফরম্যান্সের সুবাদে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত। তিনি সতীর্থ শুবমান গিলকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছেন। ভারতের অপর এক তারকা ব্যাটার বিরাট কোহলি চতুর্থ স্থানে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এখনও শীর্ষে। তবে তাঁর সঙ্গে ব্যবধান কমিয়ে আনছেন রোহিত। বাবরের রেটিং ৮২৪। সেখানে রোহিতের রেটিং ৭৬৫। ৭৬৩ রেটিং নিয়ে খুব কাছাকাছি আছেন শুবমান। বিরাটের রেটিং ৭৪৬। শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজে কোনও ম্যাচেই বড় রান পাননি বিরাট। এই কারণেই তিনি ওডিআই র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারলেন না। প্রথম ১০ জনের মধ্যে ভারতের অন্য কোনও ব্যাটার নেই।
শ্রীলঙ্কা সফরে ভারতের সেরা ব্যাটার রোহিত
শ্রীলঙ্কা সফরে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় দল ০-২ হেরে যায়। প্রথম ম্যাচে সুবিধাজনক অবস্থায় থেকেও জয় পায়নি ভারতীয় দল। সেই ম্যাচ টাই হয়। পরের ২ ম্যাচেই সহজ জয় পায় শ্রীলঙ্কা। তবে এই সিরিজে সবচেয়ে বেশি রান করেন রোহিত। ৩ ম্যাচে ভারতের অধিনায়ক ৫২.৩৩ গড়ে ১৫৭ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪১.৪৪। এই সিরিজে জোড়া অর্ধশতরান করেন রোহিত। তাঁর সর্বাধিক স্কোর ছিল ৬৪। এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই ওডিআই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রোহিতের।
টেস্ট সিরিজের আগে ফর্মে ফেরার লক্ষ্যে বিরাট
শ্রীলঙ্কা সফরে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট। ৩ ম্যাচে মাত্র ৫৮ রান করেন এই তারকা ব্যাটার। এরপর দেশের মাটিতে পরপর টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। টেস্টে ফর্মে ফেরার লক্ষ্যে বিরাট। শুবমানও টেস্টে খেলার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখাতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অবসাদের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন গ্রাহাম থর্প, জানাল পরিবার
অস্থির পরিস্থিতিতে পাকিস্তান সফর, ৪ দিন আগেই পৌঁছে যাচ্ছে বাংলাদেশ দল
২০২৫ সালের আইপিএল-এ 'আনক্যাপড প্লেয়ার' হিসেবে খেলবেন মহেন্দ্র সিং ধোনি?