T20 World Cup: ওয়াংখেড়ে স্টেডিয়াম 'চক দে ইন্ডিয়া,' নজর কাড়ল হার্দিকদের নাচ, দেখুন ভিডিও

টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফিরে বৃহস্পতিবার সারাদিন ক্রিকেটপ্রেমীদের অভ্যর্থনায় ভেসে গেলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। দিল্লি, মুম্বইয়ে উচ্ছ্বাসের মাত্রা টের পেলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

মুম্বই বিমানবন্দর, নরিম্যান পয়েন্ট, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস দেখে নিজেদের ধরে রাখতে পারলেন না ক্রিকেটাররাও। 'চক দে ইন্ডিয়া' গানের তালে নেচে উঠলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, আর্শদীপ সিংরা। বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত সারা রাস্তায় হাজার হাজার ক্রিকেটপ্রেমী টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান। খোলা বাসের ছাদের মাথায় ছিলেন ক্রিকেটাররা। তাঁরা জনতার অভিবাদনের পাল্টা অভিনন্দন জানান রোহিত-হার্দিকরা। বাস প্যারেডের জন্য এদিন স্তব্ধ হয়ে যায় মুম্বই। বিশেষ করে মেরিন ড্রাইভে এত মানুষের জমায়েত এর আগে কখনও দেখা গিয়েছে কি না, তা মুম্বইকররা মনে করতে পারছেন না। মানুষের এই আবেগ ক্রিকেটারদেরও ছুঁয়ে গেল।

উচ্ছ্বাসে ভেসে গেলেন রোহিত

Latest Videos

২০০৭ সালে ভারতীয় দল যখন প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলের কনিষ্ঠতম সদস্য ছিলেন রোহিত। ১৭ বছর পর তাঁর নেতৃত্বেই দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল ভারত। এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের নেতৃত্ব হারাতে হয় রোহিতকে। কিন্তু তিনিই যে মুম্বইয়ের নায়ক, সেটা বৃহস্পতিবার ফের প্রমাণ হয়ে গেল। অনুরাগীদের আবেগ ও ভালোবাসায় আপ্লুত ভারতের অধিনায়ক। তিনি অনুরাগীদের ধন্যবাদ জানান।

 

 

ফের মুম্বইয়ের নায়ক হার্দিক

এবারের আইপিএল চলাকালীন ওয়াংখেড়ে স্টেডিয়ামে বেশিরভাগ ম্যাচেই দর্শকদের বিদ্রুপের শিকার হন হার্দিক। তিনি আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। মুম্বই ইন্ডিয়ানসও সাফল্য পায়নি। তবে টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখান এই অলরাউন্ডার। ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে সাহায্য করার পর ফের সারা দেশের মতোই মুম্বইয়ের নায়ক হয়ে উঠেছেন হার্দিক। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফের তাঁর নামে জয়ধ্বনি উঠল। অনুরাগীদের উচ্ছ্বাস উপভোগ করলেন হার্দিক।

 

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Team India: বিরাট-রোহিতদের কাছ থেকে দেখার জন্য গাছে উঠে পড়লেন অনুরাগী! দেখুন ভিডিও

T20 World Cup: প্রধানমন্ত্রীকে 'নমো ১' চ্যাম্পিয়নস জার্সি উপহার বিসিসিআই-এর

মুম্বইয়ে মানবিকতার নজির! উৎসাহী ক্রিকেটপ্রেমীরা রাস্তা ছেড়ে দিলেন অ্যাম্বুলেন্সকে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী