টি-২০ বিশ্বকাপে ভারতের মূল দলে কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিংয়ের সুযোগ না পাওয়া নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। সারা দেশের ক্রিকেটপ্রেমীদের মতোই রিঙ্কুর পরিবারও হতাশ।
পরিবারের সবারই আশা ছিল, প্রথমবার টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন রিঙ্কু সিং। দল ঘোষণার পর সবাই মিলে উৎসব পালন করবেন বলে মিষ্টি, আতসবাজিও হাতের সামনে রেখেছিলেন। কিন্তু বিসিসিআই যে ১৫ জনের দল ঘোষণা করেছে, সেখানে জায়গা হয়নি রিঙ্কুর। এই ব্যাটারকে রিজার্ভে রাখা হয়েছে। তিনি দলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। তবে কোনও ব্যাটার আহত হয়ে ছিটকে না গেলে টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না রিঙ্কুর। ফলে সারা দেশের ক্রিকেটপ্রেমীদের মতোই হতাশ রিঙ্কুর পরিবার। এমনই জানিয়েছেন এই ব্যাটারের বাবা খানচন্দ্র সিং। তিনিও অত্যন্ত হতাশ হয়েছেন।
আশা পরিণত হল হতাশায়
রিঙ্কুর বাবা জানিয়েছেন, ‘আমাদের অনেক আশা ছিল। কিন্তু আমরা সবাই হতাশ হয়েছি। রিঙ্কু খেলার সুযোগ পাবে, এই আশায় আমরা মিষ্টি ও আতসবাজি এনে রেখেছিলাম। তবে ও মূল দলে সুযোগ না পেলেও, রিজার্ভ দলে থাকায় আমরা খুশি।’
দলে সুযোগ না পেয়ে মাকে ফোন রিঙ্কুর
রিঙ্কুর বাবা আরও জানিয়েছেন, ‘টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার পর রিঙ্কুও হতাশ হয়ে পড়েছিল। ও মাকে ফোন করে কথা বলছিল। এমন নয় যে ওর প্রচণ্ড হতাশ হয়েছে। ও মাকে বলছিল, ও দলের সঙ্গে যাবে। তবে ও ১৫ জনের দলে নেই।’
শুবমান গিলও রিজার্ভ দলে
রিঙ্কুর মতোই রিজার্ভ দলে আছেন শুবমান গিল, খলিল আহমেদ ও আবেশ খান। মূল দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সোয়াল, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ। কে এল রাহুল, রুতুরাজ গায়কোয়াড় রিজার্ভ দলেও সুযোগ পাননি। ফলে তাঁরাও হতাশ হয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
T-20 বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, ১৫ জনের দলে বড় চমক পন্থ
IPL 2024: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের আরও কাছে কেকেআর