সংক্ষিপ্ত

১৫ জনের দলে রয়েছে যশস্বী জয়সোয়াল। ১৬ মাস পরে ভারতীয় দলে আবারও ফিরলেন ঋষভ পন্থ। এবারে আইপিএল থেকেই ফর্মে রয়েছে প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি।

 

টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল ভারতীয় নির্বাচকরা। ২ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিসে হবে প্রতিযোগিতা। এবার ভারত টি-২০ বিশ্বকাপ খেলতে রোহিত শর্মার নেতৃত্বে। ১৫ জনের দলে রয়েছে বিরাট কোহলি, যশপ্রীত বুমরার মত জনপ্রিয় প্লেয়াররা।

১৫ জনের দলে রয়েছে যশস্বী জয়সোয়াল। ১৬ মাস পরে ভারতীয় দলে আবারও ফিরলেন ঋষভ পন্থ। এবারে আইপিএল থেকেই ফর্মে রয়েছে প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি। সবথেকে বেশি রান এসেছে তার ব্যাট থেকে। নির্বাচক সূত্রের খবর বিরাটকে দলে চেয়েছিলেন রোহিত। বিশ্বকাপে ওপেনার হিসেবে বিরাটকে দেখা যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। কারণ দলে রোহিত ও যশস্বী রয়েছে। বিরাটের তিন নম্বরে ব্যাট করার সম্ভাবনা প্রবল।

 

 

ভারতীয় দলে রয়েছে টি-২০ এর এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা করে নিয়েছেন পন্থ। দলে রয়েছে সঞ্জু স্যামসন। তবে বাদ পড়েছেন কেএল রাহুল। স্পিনার যুজবেন্দ্র চাহাল দলে জায়গা পেয়েছে। রোহিত শর্মার সহ-অধিনায়ক হার্দিক পাণ্ডে।

৫ জুন আয়ারল্যান্ডের সঙ্গে ভারতের প্রথম ম্যাচ। ৯ জুন ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। ১২ ও ১৫ জুন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে খেলবে।

১৫ জনের দলে রিজার্ভে রয়েছে শুভমন গিল ও রিংকু সিং। এই তালিকায় রয়েছে ফাস্ট বোলার খলিল আহমেদ এবং আভেশ খানও। অন্য ক্রিকেটারদের চোট বা কৌশল পরিবর্তনের ক্ষেত্রে তারা দলে জায়গা পেতে পারে।