Azam Khan: 'আজম খান আন্তর্জাতিক ক্রিকেটে খেলার বিষয়ে সিরিয়াসই না,' বিস্ফোরক মহম্মদ হাফিজ

Published : Jun 15, 2024, 09:31 AM ISTUpdated : Jun 15, 2024, 10:12 AM IST
azam khan

সংক্ষিপ্ত

পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হকের ফিটনেস সংক্রান্ত সমস্যা ছিল। কিন্তু ইনজামামের চেয়েও আনফিট আজম খান। এই ব্যাটারকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় হাসিঠাট্টা চলছে।

পাকিস্তান দলে একজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে আপস করা হচ্ছে। এমনই দাবি করলেন প্রাক্তন টিম ডিরেক্টর মহম্মদ হাফিজ। তিনি আজম খানের ফিটনেস নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। হাফিজের দাবি, ‘পাকিস্তান দলের সবাই ২ কিলোমিটার দৌড়তে ১০ মিনিট নেয়। সেখানে এই দূরত্বে যেতে আজম খানের লাগে ২০ মিনিট। দুঃখজনকভাবে, আন্তর্জাতিক ক্রিকেট খেলার ব্যাপারে সিরিয়াস নয় আজম খান।’ হাফিজের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজমকে নিয়ে বিতর্ক বেড়েছে। অনেকে দাবি করছেন, টি-২০ ফর্ম্যাটে খেলার যোগ্যই নন আজম। এই ফর্ম্যাটে খেলতে গেলে যে ধরনের ক্ষিপ্রতা, প্রতিবর্ত ক্রিয়া, শারীরিক সক্ষমতা প্রয়োজন, সেটা আজমের নেই।

আনফিট ক্রিকেটারকে বয়ে বেড়াচ্ছে পাকিস্তান

হাফিজ আরও বলেছেন, ‘কেউ রোগা না শরীরের ওজন বেশি, সেটা নিয়ে আমি কখনও ভাবি না। খেলার জন্য যা প্রয়োজন, সেই অনুযায়ী কাজ করলেই হল। ফিটনেসকে প্রয়োজনীয় স্তরে নিয়ে যেতে হবে। আমরা আজম খানকে ফিটনেস সংক্রান্ত নির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছিলাম। কিন্তু ও ফিটনেসের উন্নতি করতে পারেনি। তুমি প্রতিভার জন্য দলে আছো। কিন্তু তোমাকে ফিটনেসের উন্নতি করতে হবে। তুমিই দলের একমাত্র ক্রিকেটার, যার ফিটনেসের সঙ্গে আমরা আপস করেছি।’

ফিটনেসের উন্নতির চেষ্টা নেই আজমের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ফাস্টফুডের লাইনে দাঁড়িয়ে আজম। টি-২০ বিশ্বকাপ চলাকালীন অন্য ক্রিকেটাররা যখন নির্দিষ্ট ডায়েট প্ল্যান অনুযায়ী চলছেন, তখন আজমের ফাস্টফুড খাওয়া অনেকের কাছেই বিস্ময়ের। পাকিস্তান দলে শৃঙ্খলার অভাব আছে বলেও অনেকে দাবি করছেন। এবারের মতো টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। ফলে দল নিয়ে অনেক কাটাছেঁড়া চলবে। আজমের ফিটনেস নিয়েও সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC Men's T20 World Cup 2024: এশিয়ার দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে আফগানিস্তান

India Vs Pakistan: লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত?

India Vs Pakistan: ট্রাক্টর বিক্রি করে নিউ ইয়র্কে ম্যাচ দেখতে গিয়েছিলেন, পাকিস্তানের হারে হতাশ সমর্থক

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত