India Vs Bangladesh: 'দলটা তো বাংলাদেশ, এত গুরুত্ব দেওয়ার কী আছে?' ফের শাকিবদের ধুয়ে দিলেন সেহবাগ

Published : Jun 24, 2024, 09:34 AM ISTUpdated : Jun 24, 2024, 09:57 AM IST
Virender Sehwag

সংক্ষিপ্ত

বাংলাদেশ দলকে বরাবরই অতি সাধারণ মনে করেন বীরেন্দ্র সেহবাগ। খেলোয়াড় জীবনে তিনি যে কথা বলতেন, অবসর নেওয়ার কয়েক বছর পরেও সেই একই মত প্রকাশ করছেন।

কয়েকদিন আগেই বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল-হাসানের তীব্র সমালোচনা করেছিলেন। পাল্টা শাকিব বলেছিলেন, 'কে বীরেন্দ্র সেহবাগ?' টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে ভারতীয় দল সহজেই বাংলাদেশকে হারিয়ে দেওয়ার পর ফের মেজাজে সেহবাগ। তিনি বাংলাদেশকে উড়িয়ে দিলেন। সম্প্রতি ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে যে হইচই হচ্ছে, তা নিয়ে আপত্তি জানিয়েছেন। ভারতের এই প্রাক্তন ব্যাটারের মতে, বাংলাদেশ দলকে নিয়ে এত হইচই করার কোনও কারণ নেই। বাংলাদেশকে এত গুরুত্ব দেওয়া বা বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় সাবধানী থাকারও কোনও দরকার নেই। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অনেকেই সেহবাগের এই মন্তব্য সমর্থন করছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বাংলাদেশকে ব্যঙ্গ করছেন।

বাংলাদেশ দল নিয়ে সোজাসাপটা মন্তব্য সেহবাগের

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ ম্যাচ প্রসঙ্গে সেহবাগ বলেছেন, ‘ওরা আমাদের দিনটাই নষ্ট করে দিল। অনেক বেশি সময় ধরে খেলা হল। বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করত, তাহলে ওরা এরকমই রান করত। ভারত সহজেই সেই টার্গেট তাড়া করে জয় পেত আর আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতাম। আরে, এটা তো বাংলাদেশ দল। আমি জানি না ওদের নিয়ে এত হইচই কেন করা হচ্ছে।’

ফের শাকিবকে কটাক্ষ সেহবাগের

সেহবাগের সঙ্গে চাপানউতোরের পরিপ্রেক্ষিতে শাকিবের কাছে ভারত-বাংলাদেশ ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু বরাবরের মতোই গুরুত্বপূর্ণ ম্যাচে ফের ব্যর্থ হয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। এ প্রসঙ্গে সেহবাগ বলেছেন, ‘শাকিব আল-হাসানের দিন ছিল। ও বড় দলের বিরুদ্ধে খেলছিল। ক্রিজে ওর সঙ্গে শান্ত ছিল। ফলে ওর শান্তকে সাহায্য করা উচিত ছিল। ওর ১৫-১৬ ওভার পর্যন্ত ক্রিজে থাকার চেষ্টা করা উচিত ছিল। ওর এত অভিজ্ঞতা আছে। কিন্তু ও অভিজ্ঞতার সুযোগ নিতে পারেনি। ও হতাশ করেছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Bangladesh: 'বাঘবন্দি খেলা,' টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ের পর বাংলাদেশকে ট্রোল পশ্চিমবঙ্গ পুলিশের

India Vs Bangladesh: টাইগারদের 'মূষিক অবতার', বাংলাদেশকে তুড়ি মেরে উড়িয়ে দিল ভারত

India Vs Bangladesh: লিটন দাস আউট হতেই নক-আউট পাঞ্চ, কী বললেন রোহিত শর্মা?

PREV
click me!

Recommended Stories

Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে
IND vs NZ 2nd T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন? সম্ভাব্য প্রথম একাদশ