T-20 World Cup: সুপার এইটে বড় জয় ইংল্যান্ডের, ১০ উইকেটে হারাল আমেরিকাকে

টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) মঞ্চে, সুপার এইটের (Super Eight) গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেল ব্রিটিশরা। রবিবার, বার্বাডোজে মুখোমুখি হয় ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (England vs USA T20 World Cup)। সেই ম্যাচেই ১০ উইকেটে জয় পেল ইংল্যান্ড।

Subhankar Das | Published : Jun 23, 2024 6:09 PM IST

টি-২০ বিশ্বকাপের (T-20 Cricket World Cup) মঞ্চে, সুপার এইটের (Super Eight) গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেল ব্রিটিশরা। রবিবার, বার্বাডোজে (Barbados) মুখোমুখি হয় ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (England vs USA T20 World Cup)। সেই ম্যাচেই ১০ উইকেটে জয় পেল ইংল্যান্ড (England)।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে মাত্র ১১৫ রানেই শেষ হয়ে যায় আমেরিকার (USA) ইনিংস। সর্বাধিক ৩০ রান করেন এনআর কুমার (NR Kumar)। এছাড়া ২৯ রান করেন সিজে অ্যান্ডারসন (CJ Anderson)। বাকি আর কেউ বড় রান পাননি। ইংল্যান্ডের (England) হয়ে ৪ উইকেট পান ক্রিস জর্ডন (Chris Jordan)।

জবাবে ব্যাট করতে নেমে, কার্যত বিধ্বংসী ব্যাটিং করেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (Jos Buttler)। তাঁর ৩৮ বলে ৮৩ রানের দুরন্ত ইনিংসের সুবাদেই সহজ জয় পায় ব্রিটিশরা। তাঁকে যোগ্য সঙ্গত দেন আরেক ওপেনার ফিলিপ সল্ট (Philip Salt)। তাঁর সংগ্রহে ২৫ রান। মাত্র ৯.৪ ওভারেই, ১১৭ রান তুলে নেয় ইংল্যান্ড।

কার্যত বলা চলে, একপেশে জয় ইংল্যান্ডের। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (india vs usa t20) হারের ফলে, ইংল্যান্ডের কাছে এটি ছিল মরণ-বাঁচন ম্যাচ। ফলে, এই ম্যাচ জয়ের পর সেমিফাইনালে (Semi-Final) যাওয়ার আশা জিইয়ে রাখল ইংল্যান্ড (England Cricket Team)।

নিঃসন্দেহে বলা চলে, বড় জয়। কারণ, ১০ উইকেটে জয় গোটা দলেরই মনোবল বাড়াতে সাহায্য করবে। তাছাড়া পরের ম্যাচে নামার আগে বাড়তি অক্সিজেন জোগাবে বাটলারদের। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, আমেরিকার হয়ে ২ ওভার বল করে ৩৬ রান দেন হরমিৎ সিং (Harmeet Singh)। অন্যদিকে, এই ম্যাচের সেরা নির্বাচিত হন আদিল রশিদ (Adil Rashid)।

আরও পড়ুনঃ

দুরন্ত ব্যাটিং স্মৃতির, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল ভারতের প্রমীলা বাহিনী

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article

Latest Videos

click me!

Latest Videos

Hawker Eviction | রাস্তা খালির সতর্কবার্তা! তড়িঘড়ি দোকান গোছাতে ব্যস্ত হকাররা
Sukanta Majumdar : 'টাটকা আর গরম গরম দেবো উনাকে' ফুঁসে উঠলেন সুকান্ত মজুমদার, দেখুন
Weather Report : কবে থেকে দক্ষিণবঙ্গে নামবে বর্ষা ? দেখে নিন কী জানাল হাওয়া অফিস
Dilip Ghosh : 'দম থাকলে আগে নিজেদের পার্টি অফিস বুলডোজার দিয়ে ভাঙুন' মমতাকে বার্তা দিলীপের
Suvendu Adhikari : 'এদের চোখের জলে আপনি ভেসে যাবেন' মমতাকে তীব্র আক্রমণে শুভেন্দু