দুরন্ত ব্যাটিং স্মৃতির, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল ভারতের প্রমীলা বাহিনী

ঘরের মাঠে বড় জয়। দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে হোয়াইটওয়াশ করল ভারতের প্রমীলা বাহিনী।

ঘরের মাঠে বড় জয়। দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে হোয়াইটওয়াশ করল ভারতের প্রমীলা বাহিনী।

তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team) বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল (South Africa Women Cricket Team)। আগের দুটি ম্যাচের মতোই তৃতীয় ম্যাচেও দুরন্ত ব্যাটিং করলেন স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana)। ১০ ওভার বাকি থাকতেই, শক্তিশালী প্রোটিয়াদের হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

Latest Videos

প্রসঙ্গত, গোটা সিরিজ জুড়েই দুরন্ত ছন্দে ছিলেন স্মৃতি। প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি পান তিনি। কিন্তু রবিবার, অল্পের জন্য সেঞ্চুরির হ্যাটট্রিক মিস করলেন স্মৃতি মান্ধানা। এদিন ৯০ রান করে আউট হয়ে গেলেন ভারতের এই তারকা ব্যাটার।

তবে এদিন দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল উইমেন ইন-ব্লু। এরপর একটি টেস্ট ম্যাচও (Test Match) খেলবে দুই দল। তারপর রয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ (T-20 Series)।

টানা দুই ম্যাচ জয়ের ফলে, সিরিজ আগেই পকেটে পুরে ফেলে ভারত (India Women’s Cricket Team)। এদিন ছিল শুধু নিয়মরক্ষার ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২১৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ডট (Laura Wolvaardt) সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া তাজমিন ব্রিটস (Tazmin Brits) করেন ৩৮ রান। বাকি আর কেউ সেভাবে রান পাননি। অন্যদিকে, মাত্র ২৭ রান দিয়ে বিপক্ষের ২ উইকেট পান দীপ্তি শর্মা (Deepti Sharma) এবং অরুন্ধুতি রেড্ডি (Arundhati Reddy)।

জবাবে ব্যাট করতে নেমে মারমুখী ব্যাটিং করেন স্মৃতি। তাঁর ৮৩ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে সহজ জয় পায় ভারতের প্রমীলা বাহিনী। তিনি আউট হয়ে গেলেও দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর (Harmanpreet Kaur) হাল ধরেন। তাঁর সংগ্রহে গুরুত্বপূর্ণ ৪২ রান। শেষপর্যন্ত ছক্কা হাঁকিয়ে দলকে জেতান রিচা ঘোষ (Richa Ghosh)। মাত্র ৪০.৪ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত।

তিন ম্যাচে ৩৪৩ রান করে সিরিজ সেরার শিরোপা পান স্মৃতি মান্ধানা। ম্যাচের সেরা দীপ্তি শর্মা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News