Pakistan Cricket Team: টি-২০ বিশ্বকাপে ব্যর্থতা, বাবর আজমের ডানা ছাঁটছে পিসিবি

Published : Jun 15, 2024, 10:31 AM ISTUpdated : Jun 15, 2024, 11:04 AM IST
Babar Azam-Mohammed Rizwan

সংক্ষিপ্ত

এবারের মতো টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের দৌড় শেষ হয়ে গিয়েছে। রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলেই দেশে ফিরবেন বাবর আজমরা।

টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পরেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একাধিক ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। পিসিবি সূত্রে খবর, অন্তত ৬ জন ক্রিকেটারকে ছেঁটে ফেলা হতে পারে। বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও উঠছে। তবে এখনই বাবরের পরিবর্তে অন্য কাউকে অধিনায়ক করার পথে হয়তো হাঁটবে না পিসিবি। বাবরের ঘনিষ্ঠদের বাদ দিয়ে কড়া বার্তা দেওয়া হচ্ছে। টি-২০ বিশ্বকাপ পরবর্তী সিরিজগুলিতে পাকিস্তানের পারফরম্যান্সের উন্নতি না হলে তখন হয়তো বাবরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনায় পিসিবি

৮ মাস পরেই পাকিস্তানে হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দেশের মাটিতে এই টুর্নামেন্টে যাতে ভালো ফল হয়, তার জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিচ্ছে পিসিবি। এবারের টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার জেরে সিনিয়র ক্রিকেটারদের উপর কোপ পড়ছে। বাবরের ঘনিষ্ঠদের আর সুযোগ দিতে নারাজ পিসিবি। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হতে পারে। বাবরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। একটি বাণিজ্যিক সংস্থা পাকিস্তান দল নির্বাচনে প্রভাব খাটাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। যে ক্রিকেটাররা এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তাঁরা ভালো পারফরম্যান্স দেখাতে না পারা সত্ত্বেও দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিরুদ্ধে দলে রাজনীতি করার অভিযোগও উঠেছে।

অধিনায়কত্ব হারাবেন বাবর?

পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার প্রকাশ্যে বাবরের অধিনায়কত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। পিসিবি কর্তারাও খুব একটা সন্তুষ্ট নন। ফলে আতস কাচের তলায় বাবরের অধিনাকত্ব। ভবিষ্যতের কথা ভেবে কোনও সিদ্ধান্ত নিতে পারে পিসিবি। কড়া সিদ্ধান্ত নিতে পারেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। কিছুদিনের মধ্যেই বাবরের ভবিষ্যৎ স্পষ্ট হয়ে যেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Azam Khan: 'আজম খান আন্তর্জাতিক ক্রিকেটে খেলার বিষয়ে সিরিয়াসই না,' বিস্ফোরক মহম্মদ হাফিজ

India Vs Pakistan: লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত?

India Vs Pakistan: ট্রাক্টর বিক্রি করে নিউ ইয়র্কে ম্যাচ দেখতে গিয়েছিলেন, পাকিস্তানের হারে হতাশ সমর্থক

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার