সংক্ষিপ্ত

বুধবার টি-২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত ম্যাচের দিকে তাকিয়েছিল পাকিস্তান দল। স্বভাববিরুদ্ধভাবে এই ম্যাচে ভারতের জয় চাইছিল পাকিস্তান।

মার্কিন যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইটের যোগ্যতা অর্জন করল ভারতীয় দল। আগেই সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দল হিসেবে সুপার এইটের যোগ্যতা অর্জন করল ভারত। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র হেরে যাওয়ায় পাকিস্তানের সুপার এইটের যোগ্যতা অর্জন করার সামান্য আশা বজায় থাকল। শেষ ম্যাচেও যদি হেরে যান মনাঙ্ক প্যাটেল, সৌরভ নেত্রভলকররা এবং জয় পায় পাকিস্তান, তাহলে সুপার এইটের যোগ্যতা অর্জন করবেন বাবর আজমরা। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যে পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দেবে বলেই মনে করছে ক্রিকেট মহল।

ভারতের জয়ের নায়ক আর্শদীপ-সূর্যকুমার

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১১০ রান করে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের হয়ে ৪ ওভার বোলিং করে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন বাঁ হাতি পেসার আর্শদীপ সিং। ৪ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ১৪ রান দিয়ে ২ উইকেট নেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৩ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর প্যাটেল। এরপর রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় ভারত। প্রথম বলেই আউট হয়ে যান বিরাট কোহলি (০)। তৃতীয় ওভারে ফিরে যান রোহিত (৩)। ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর কিছুটা লড়াই করেন ঋষভ পন্থ (১৮)। ৩৯ রানে ৩ উইকেট হারানোর পর ভারতকে ম্যাচ জেতান সূর্যকুমার যাদব ও শিবম দুবে। ৪৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার। ৩৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন শিবম।

টানা ৩ ম্যাচে জয় ভারতের

চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ৩ ম্যাচে যথাক্রমে আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিল ভারত। ফলে কানাডার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে গেল। তবে ছন্দ বজায় রাখার জন্য সেই ম্যাচেও জয়ের লক্ষ্যে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Pakistan: লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত?

India Vs Pakistan: ট্রাক্টর বিক্রি করে নিউ ইয়র্কে ম্যাচ দেখতে গিয়েছিলেন, পাকিস্তানের হারে হতাশ সমর্থক

India Vs Pakistan: স্টেডিয়ামে ফের ভাইরাল দর্শকের প্রতিক্রিয়া, হারের হতাশায় টিভির বদলে তরমুজ ফাটাচ্ছেন পাকিস্তানিরা!