হারিকেন বেরিলের দাপটে গত কয়েকদিন ধরে বার্বাডোজে আটকে থাকতে হয়েছিল ভারতীয় দলকে। তবে শেষপর্যন্ত বার্বাডোজ ছাড়তে পারলেন ভারতীয় ক্রিকেটাররা।
এয়ার ইন্ডিয়ার চার্টার্ড ফ্লাইটে বার্বাডোজ থেকে দিল্লির উদ্দেশে রওনা হলেন ভারতীয় ক্রিকেটাররা। হারিকেন বেরিলের জন্য কয়েকদিন বন্ধ ছিল বার্বাডোজ বিমানবন্দর। বুধবার বিমানবন্দর খুলতেই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেন বিসিসিআই। ক্রিকেটারদের পাশাপাশি বার্বাডোজে আটকে থাকা ভারতীয় সাংবাদিকদেরও একই উড়ানে দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ দিল্লিতে পৌঁছবে চার্টার্ড ফ্লাইট। দেশে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন ক্রিকেটাররা। এরপর তাঁরা মুম্বইয়ে উড়ে যাবেন। সেখানে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে। মুম্বইয়ে বাস প্যারেডে থাকবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এরপর তাঁরা নিজেদের বাড়িতে যাবেন।
বৃহস্পতিবার ব্যস্ত সূচি ক্রিকেটারদের
বৃহস্পতিবার সকাল ৬টায় দিল্লিতে পৌঁছনোর পর সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা হবেন টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্যরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তাঁরা চার্টার্ড ফ্লাইটে মুম্বই উড়ে যাবেন। মুম্বই বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন ক্রিকেটাররা। তাঁদের জন্য এক কিলোমিটার বাস প্যারেডের ব্যবস্থা করা হচ্ছে। বহু ক্রিকেটপ্রেমী এই প্যারেডে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছনোর পর ক্রিকেটারদের সংবর্ধনা জানানো হবে। তাঁদের পুরস্কৃত করবেন বিসিসিআই সচিব জয় শাহ। তাঁর হাতে টি-২০ বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন ভারতের অধিনায়ক রোহিত। এরপর বিকেলে ক্রিকেটাররা যে যার মতো বাড়ি চলে যাবেন।
বার্বাডোজ ছাড়তে পারায় স্বস্তিতে ভারতীয়রা
হারিকেন বেরিলের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে বার্বাডোজ। সেখানে হোটেলে চরম অব্যবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছিল ভারতীয় ক্রিকেটারদের। তাঁরা দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। শেষপর্যন্ত বার্বাডোজে উড়ান পরিষেবা চালু হতেই দেশে ফেরার উড়ান ধরলেন ভারতীয়রা। তাঁরা দিল্লির উদ্দেশে রওনা হওয়ার পর স্বস্তিতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিশ্বকাপ জেতার পর কেন খেয়েছিলেন বার্বাডোজের মাটি? গোপন তথ্য ফাঁস করে সবাইকে অবাক করলেন রোহিত শর্মা
Hardik Pandya: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স, টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে হার্দিক পান্ডিয়া