Sri Lanka Cricket: একসময় ভারতের ঘুম কেড়ে নিয়েছিলেন, শ্রীলঙ্কার কোচ হিসেবে ফিরছেন প্রাক্তন বিস্ফোরক ওপেনার

গত কয়েক বছরে শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেট দল খুব একটা সাফল্য পায়নি। এবারের টি-২০ বিশ্বকাপেও চূড়ান্ত ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা। এরপরেই কোচ বদল করা হল।

১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কার অন্যতম ভরসা ছিলেন ওপেনার সনৎ জয়সূর্য ও রমেশ কালুভিতরনা। তাঁরা বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। এবার সেই জয়সূর্য শ্রীলঙ্কার নতুন কোচ হলেন। ভারতের বিরুদ্ধে সিরিজে নতুন দায়িত্ব গ্রহণ করবেন জয়সূর্য। তিনি ক্রিস সিলভারউডের পরিবর্তে শ্রীলঙ্কার সিনিয়র পুরুষ ক্রিকেট দলের নতুন কোচ হলেন। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর কোচ বদল করল শ্রীলঙ্কা ক্রিকেট। সোমবার জয়সূর্য জানিয়েছেন, তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট। সেই প্রস্তাব তিনি গ্রহণ করেছেন। এর আগে শ্রীলঙ্কার নির্বাচক হিসেবে কাজ করেছেন জয়সূর্য। এছাড়া কনসালট্যান্ট হিসেবেও কাজ করেছেন এই প্রাক্তন ক্রিকেটার। হাই পারফরম্যান্স সেন্টারে খেলোয়াড় ও কোচদের সাহায্য করেছেন জয়সূর্য। এবার শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে কাজ করবেন তিনি।

নতুন দায়িত্ব পালন করতে তৈরি জয়সূর্য

Latest Videos

শ্রীলঙ্কার নতুন কোচ হওয়ার পর জয়সূর্য বলেছেন, ‘আমাকে কোচ হিসেবে দায়িত্ব নিতে বলা হয়েছে। আমি খুশি মনেই সেই দায়িত্ব গ্রহণ করছি।’ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে কনসালট্যান্ট কোচ হিসেবে কাজ চালাচ্ছিলেন। তবে জুনে তিনি পদত্যাগ করেন। এবার দায়িত্ব নিচ্ছেন জয়সূর্য। ভারতের বিরুদ্ধে সিরিজে তাঁর প্রথম পরীক্ষা।

ভারতের বিরুদ্ধে অভিজ্ঞতা কাজে লাগাতে তৈরি জয়সূর্য

ওডিআই ফর্ম্যাটে ভারতের বিরুদ্ধে অসাধারণ সাফল্য পেয়েছেন জয়সূর্য। অনেক ম্যাচেই তাঁর জন্য হেরে গিয়েছে ভারতীয় দল। ১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপের লিগ পর্যায়ের ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করেন জয়সূর্য। তাঁর সামনে অসহায় অবস্থা হয়েছিল মনোজ প্রভাকরদের। সেই ম্যাচের কথা কোনওদিন ভুলতে পারবেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এবার শ্রীলঙ্কার জাতীয় দলের কোচ হিসেবে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান জয়সূর্য

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Abhishek Sharma: যুবরাজ সিংয়ের প্রতি কৃতজ্ঞ, শতরানের পর বার্তা অভিষেক শর্মার, দেখুন ভিডিও

Kuldeep Yadav: খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছেন, কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কুলদীপ?

Sourav Ganguly Birthday: স্টিভ ওয়ার চোখে চোখ রেখে লড়াই সৌরভের, কীভাবে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করেছিল ভারত?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari