Vijay Hazare Trophy Elite 2025-26: বিসিসিআই-এর (BCCI) নির্দেশে এবারের বিজয় হাজারে ট্রফিতে তারকা ক্রিকেটাররা খেলছেন। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে।
KNOW
Virat Kohli-Rohit Sharma: চলতি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy Elite 2025-26) মুম্বইয়ের (Mumbai) হয়ে প্রথম ম্যাচে শতরান করলেও, দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই আউট হয়ে গেলেন রোহিত শর্মা। শুক্রবার সকালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে (Mumbai vs Uttarakhand) ওপেন করতে নেমে দেবেন্দ্র সিং বোরার (Devendra Singh Bora) বলে জগমোহন নাগরকোটিকে (Jagmohan Nagarkoti) ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত। জয়পুরের (Jaipur) সওয়াই মানসিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium) দর্শকরা ফের এই তারকা ব্যাটারের ভালো ইনিংস দেখার আশায় ছিলেন। কিন্তু তাঁদের সেই আশা পূরণ হল না। মুম্বইয়ের অপর ওপেনার অঙ্গকৃশ রঘুবংশীও (Angkrish Raghuvanshi) ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। তিনি ২০ বল খেলে ১১ রান করে নাগরকোটির বলে বোল্ড হয়ে গেলেন।
বিরাট কোহলির শতরান
রোহিত প্রথম ম্যাচে শতরান করার পর দ্বিতীয় ম্যাচে রান না পেলেও, পরপর দুই ম্যাচে অসাধারণ ইনিংস খেললেন বিরাট কোহলি (Virat Kohli)। শুক্রবার সকালে গুজরাটের বিরুদ্ধে দিল্লির হয়ে (Delhi vs Gujarat) তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৬১ বলে ৭৭ রান করলেন বিরাট। তিনি ১৩টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। ২৯ বলে অর্ধশতরান করেন এই তারকা ব্যাটার। এরপর তিনি শতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু বিশাল জয়সোয়ালের (Vishal Jayswal) বলে স্টাম্প আউট হয়ে যান বিরাট। স্টাম্পিং করেন উর্বিল পটেল (Urvil Patel)।
অসাধারণ ইনিংস বিরাটের
বিরাট এখন ভারতীয় দলের হয়ে শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ (2027 ICC Cricket World Cup) পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে চান এই তারকা ব্যাটার। এই কারণেই তিনি এখন বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। এই তারকা ব্যাটার দুর্দান্ত ফর্মে আছেন। পরপর দুই ম্যাচে তিনি অসাধারণ ব্যাটিং করলেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন তিনি। বিসিসিআই (BCCI) চাইছে রোহিত, বিরাটরা ছন্দে থাকুন। এই কারণেই তাঁদের বিজয় হাজারে ট্রফিতে খেলার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


