India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে শতরানের খুব কাছাকাছি গিয়েও আউট হয়ে যান বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে শতরান দেখতে চাইছেন অনুরাগীরা।
KNOW
Virat Kohli Fan: বিরাট কোহলি শতরান না করলে এক সপ্তাহ কিছু না খেয়ে থাকবে! এক খুদে অনুরাগীর এই বার্তা দেখে হতবাক ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার মহম্মদ কাইফ (Mohammed Kaif)। তিনি ভডোদরার (Vadodara) কোটাম্বিতে (Kotambi) বিসিএ স্টেডিয়ামে (BCA Stadium) ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) সিরিজের প্রথম ওডিআই ম্যাচে এই ঘটনা ঘটেছে। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ জানিয়েছেন, ‘এক শিশু মাঠে এক প্ল্যাকার্ড নিয়ে এসেছিল। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, বিরাট কোহলি যদি শতরান না করেন, তাহলে আমি এক সপ্তাহ কিছু খাব না। বিরাট কোহলি কোন উচ্চতায় পৌঁছে গিয়েছে দেখুন। ওর কথা উঠলে সরাসরি শতরানের কথা বলা হচ্ছে। ওই শিশু সে কথাই বলেছে। বিরাট কোন স্তরে আছে, ওকে ঘিরে কী বাতাবরণ তৈরি হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। ও শতরান না করলে অনুরাগীরা সন্তুষ্ট হচ্ছেন না। ও যদি ৯৩ রান করে, সেই ইনিংসের মাধ্যমে যদি ম্যাচ জেতায়, তাহলেও অনুরাগীরা বলবে, ও শতরান করেনি। ও ব্যাটিংয়ের মাধ্যমে এমনই দাপট দেখিয়েছে। সত্যি বলছি, ও একাই যথেষ্ট।’
ভডোদরায় ম্যাচের সেরা বিরাট
ভডোদরায় ভারতীয় দলের টার্গেট ছিল ৩০১ রান। এই রান তাড়া করে জয় পাওয়ার ক্ষেত্রে বড় ভরসা ছিলেন 'চেজ মাস্টার' বিরাট। হতাশ করেননি এই কিংবদন্তি। তিনি ৯১ বল খেলে ৯৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। ভারতীয় দল চার উইকেটে জয় পেয়েছে। কিন্তু তারপরেও বিরাট শতরান না পাওয়ায় কিছুটা হতাশ অনুরাগীরা।
বুধবার দ্বিতীয় ম্যাচ
বুধবার রাজকোটের (Rajkot) নিরঞ্জন শাহ স্টেডিয়ামে (Niranjan Shah Stadium) ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ। বিরাটের অনুরাগীদের আশা, এই তারকা রাজকোটে শতরান করতে পারবেন। এই ম্যাচ জিতলেই ভারতীয় দল সিরিজ দখল করবে। ভারতীয় দলের জয়ের পাশাপাশি বিরাটের ব্যাট থেকে শতরানও দেখতে চাইছেন অনুরাগীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


