Yashasvi Jaiswal: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে রোহিতকে টপকে গেলেন যশস্বী

Published : Feb 28, 2024, 03:55 PM ISTUpdated : Feb 28, 2024, 04:42 PM IST
Yashasvi Jaiswal

সংক্ষিপ্ত

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। তিনি ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ৩ ধাপ উন্নতি করে ১২ নম্বরে উঠে এলেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। তিনি অধিনায়ক রোহিত শর্মাকে টপকে গিয়েছেন। এখন ১ ধাপ নেমে ১৩ নম্বরে রোহিত। এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও, ১৪ নম্বরে আছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে না খেলার ফলে ২ ধাপ নেমে ৯ নম্বরে বিরাট কোহলি। তিনিই প্রথম ১০ জনের মধ্যে একমাত্র ভারতীয় ব্যাটার। প্রথম ২০ জন ব্যাটারের মধ্যে আছেন ৪ জন ভারতীয়। ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতি করাই যশস্বী, রোহিতদের লক্ষ্য।

টেস্ট ক্রিকেটে অসামান্য ফর্মে যশস্বী

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ৪ ম্যাচে মোট ৬৫৫ রান করেছেন যশস্বী। বিশাখাপত্তনম ও রাজকোট টেস্টে দ্বিশতরান করেছেন এই তরুণ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে বিরাটের নজির স্পর্শ করেছেন যশস্বী। ধরমশালা টেস্টেও বড় স্কোরই তাঁর লক্ষ্য। এই তরুণ অসাধারণ ফর্মে। তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে যেতে চাইছেন।

ম্যাচ উইনার হয়ে উঠেছেন যশস্বী

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেই দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে প্রথম শতরান করেছেন যশস্বী। তিনি ধারাবাহিকভাবে বড় স্কোর করে চলেছেন। ভারতীয় দলের অন্যতম ম্যাচ উইনার হয়ে উঠেছেন এই তরুণ ওপেনার। বিরাট, কে এল রাহুলের মতো তারকা ব্যাটাররা না থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩-১ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন যশস্বী। তাঁর পাশাপাশি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন অপর এক তরুণ ব্যাটার শুবমান গিল। যশস্বী ওপেনার হিসেবে খেলায় ৩ নম্বরে নেমে আসতে হয়েছে শুবমানকে। তা সত্ত্বও তিনি ভালো ব্যাটিং করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sachin Tendulkar: সারা বিশ্বের মানুষকে কাশ্মীরে আসার আহ্বান সচিনের, প্রশংসায় প্রধানমন্ত্রী

Virat Kohli: 'দৃঢ়চেতা মানসিকতা, সঙ্কল্পের পরিচয় দিল তরুণরা,' প্রশংসা বিরাট কোহলির

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা