একদিকে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, অন্যদিকে নিউজিল্য়ান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। এই দুই সিরিজের ফলের উপরেই বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কে হবে সেটা নির্ভর করছে।
বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের খেলার শর্ত ছিল, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ৪-০ বা ৩-১ ফলে জিততে হবে। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আশা বাড়িয়েও ইন্দোরে হেরে গিয়ে পরিস্থিতি জটিল করে ফেলেছেন রোহিত শর্মারা। আমেদাবাদ টেস্ট ম্যাচেও ভারতের জেতা কঠিন। এই ম্যাচ ড্র হতে পারে। ফলে নিউজিল্য়ান্ড-শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ভারতীয় দলকে। এই সিরিজের ফলের উপরেই ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল খেলা নির্ভর করছে। ভারতীয় দল চাইছে এই সিরিজে নিউজিল্য়ান্ড জয় পাক। তাহলে ভারতই বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যাবে। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট পার্সেন্টেজ ৬০.২৯। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট পার্সেন্টেজ ৫৩.৩৩। শ্রীলঙ্কা যদি নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-০ ফলে না জেতে, তাহলে আমেদাবাদ টেস্ট ম্যাচ ড্র করেও ফাইনালে পৌঁছে যেতে পারে ভারতীয় দল। আমেদাবাদে জিতলে ভারত সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। তখন আর কারও দিকে তাকাতে হবে না।
ক্রাইস্টচার্চ টেস্ট ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৮৩। ২০ রানে অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথুজ। ২ রান করে অপরাজিত প্রবত জয়সূর্য। নিউজিল্য়ান্ডের চেয়ে ৬৫ রানে এগিয়ে শ্রীলঙ্কা। ভারত এখন চাইছে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে দ্রুত অলআউট করে জয় ছিনিয়ে নিক টিম সাউদির দল। তাহলে ভারতের সামনে আর কোনও বাধা থাকবে না।
ক্রাইস্টচার্চে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৩৫৫ রান করে শ্রীলঙ্কা। সর্বাধিক ৮৭ রান করেন কুশল মেন্ডিস। ৫০ রান করেন দিমুথ করুণারত্নে। ৪৭ রান করেন ম্যাথুজ। ৪৬ রান করেন ধনঞ্জয় ডি সিলভা। নিউজিল্য়ান্ডের হয়ে ৬৪ রান দিয়ে ৫ উইকেট নেন সাউদি। ৮০ রান দিয়ে ৪ উইকেট নেন ম্য়াট হেনরি। ১৭ রান দিয়ে ১ উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল।
প্রথম ইনিংসে ৩৭৩ রান করে নিউজিল্য়ান্ড। ১০২ রান করেন ড্য়ারিল মিচেল। ৭২ রান করেন হেনরি। ৬৭ রান করেন টম ল্যাথাম। শ্রীলঙ্কার হয়ে ৮৫ রান দিয়ে ৪ উইকেট নেন আসিতা ফার্নান্ডো। ৭৬ রান দিয়ে ৩ উইকেট নেন লাহিড়ু কুমারা। ১০৪ রান দিয়ে ২ উইকেট নেন কাসুন রঞ্জিতা। ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন জয়সূর্য।
আরও পড়ুন-
দেশের মাটিতে টেস্ট ইনিংসে সবচেয়ে বেশিবার ৫ উইকেট, নতুন রেকর্ড অশ্বিনের
প্য়াট কামিন্সের মাতৃবিয়োগ, আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন কালো ব্য়ান্ড পরে খেলল অস্ট্রেলিয়া
'আমেদাবাদে একটি স্মরণীয় সকাল কাটালাম, ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্ব আরও দৃঢ় হোক', ট্যুইট মোদীর