WPL 2023: অ্যালিসা হিলির অপরাজিত ৯৬, আরসিবি-কে হারিয়ে দ্বিতীয় জয় ইউপি ওয়ারিয়র্সের

প্রথম আইপিএল-এ শেষের দিকেই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উইমেনস প্রিমিয়ার লিগেও সেটাই হতে চলেছে। পরপর হারে স্মৃতি মন্ধানার দলের মনোবল তলানিতে।

উইমেনস প্রিমিয়ার লিগে ফের হার স্মৃতি মন্ধানার রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের। এই নিয়ে টানা ৪ ম্য়াচ হারলেন স্মৃতিরা। শুক্রবার তাঁদের ১০ উইকেটে হারিয়ে দিল ইউপি ওয়ারিয়র্স। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্মৃতি। তাঁরা ১৩৮ রানে অলআউট হয়ে যান। ১৩ ওভারেই কোনও উইকেট না হারিয়ে সেই রান টপকে গেল ইউপি ওয়ারিয়র্স। অল্পের জন্য শতরান পেলেন না ইউপি-র অধিনায়ক অ্যালিসা হিলি। তিনি ৪৭ বলে ৯৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর বিস্ফোরক ইনিংসে ছিল ১৮টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার দেবিকা বৈদ্য় ৩৬ রান করে অপরাজিত থাকেন। আরসিবি-র কোনও বোলারই অ্যালিসা-দেবিকাকে থামানোর উপায় খুঁজে পাননি। টি-২০ ম্যাচে ১৩৮ রান একেবারে খারাপ নয়। কিন্তু রেণুকা ঠাকুর সিং, এলিসি পেরি, হেদার নাইটরা লড়াইটাই করতে পারলেন না। একের পর এক শট খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন ইউপি-র দুই ওপেনার।

আরসিবি অধিনায়ক স্মৃতি এখনও পর্যন্ত উইমেনস প্রিমিয়ার লিগে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। শুক্রবার ওপেন করতে নেমে ৬ বলে তিনি করেন মাত্র ৪ রান। অপর ওপেনার সোফি ডিভাইন করেন ৩৬ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে এলিসি করেন ৫২ রান। তাঁর ৩৯ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। নাইট করেন ২ রান। বাংলার উইকেটকিপার-ব্য়াটার রিচা ঘোষ ১ রান করে রান আউট হয়ে যান। ইউপি-র হয়ে ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন সোফি একক্লেস্টন। ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন দীপ্তি শর্মা। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। এরপর সহজেই জয় পেল ইউপি।

Latest Videos

দলকে জেতানোর পর অ্য়ালিসা বলেছেন, ‘আমাদের বোলারদের পারফরম্যান্সে খুব খুশি। ওদের ২০০ রানের কমে আটকে রাখা যথেষ্ট কৃতিত্বের। স্পিনাররা স্নায়ুর উপর নিয়ন্ত্রণ বজায় রেখে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নিয়েছে। ওদের কৃতিত্ব দিতেই হবে। এই উইকেটে ব্য়াটিং করা সহজ ছিল। সেখানে স্পিনাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। বৈদ্য খুব ভালো ইনিংস খেলেছে। ও আমার উপর থেকে চাপ কমিয়ে দেয়।’

টানা ৪ ম্য়াচ হারের পর স্মৃতি বলেছেন, ‘আমরা ভালো শুরু করেও পরপর উইকেট হারাচ্ছি। টানা ৪ ম্যাচে একই ঘটনা দেখা গেল। আমারও দোষ আছে। আমরা বোলারদের হাতে যথেষ্ট রান তুলে দিতে পারিনি। আমাদের পরিকল্পনা কাজে লাগল না।’

আরও পড়ুন-

আইপিএল-এর জন্য নতুন জার্সি উদ্বোধন, ফের খেতাবের লক্ষ্যে মুম্বই ইন্ডিয়ানস

দেশের মাটিতে টেস্ট ইনিংসে সবচেয়ে বেশিবার ৫ উইকেট, নতুন রেকর্ড অশ্বিনের

'আমেদাবাদে একটি স্মরণীয় সকাল কাটালাম, ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্ব আরও দৃঢ় হোক', ট্যুইট মোদীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral