
Women's Premier League 2026: শুক্রবার চলতি উইমেনস প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru Women) কাছে হেরে গেলেও, শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals Women) হারিয়ে প্রথম পয়েন্ট পেল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians Women)। জাতীয় দলের সতীর্থ জেমাইমা রডরিগেজের (Jemimah Rodrigues) বিরুদ্ধে লড়াইয়ে জয় পেলেন হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। তিনি অসাধারণ ব্যাটিং করলেন। চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৪২ বলে ৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেললেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক। তিনি আটটি বাউন্ডারি ও তিনটি বাউন্ডারি মারেন। হরমনপ্রীতের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেন ন্যাট স্কিভার-ব্রান্ট (Nat Sciver-Brunt)। তিনি ৪৬ বল খেলে ৭০ রান করেন। ইংল্যান্ডের এই তারকা ১৩টি বাউন্ডারি মারেন। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চার উইকেট হারিয়ে ১৯৫ রান করে মুম্বই ইন্ডিয়ানস। এই রানই জয়ের জন্য যথেষ্ট ছিল।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক জেমাইমা চার নম্বরে ব্যাটিং করতে নেমে তিন বল খেলে এক রান করেই আউট হয়ে যান। তাঁর দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখান শুধু শিনেলি হেনরি (Chinelle Henry)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) এই ক্রিকেটার ৩৩ বল খেলে ৫৬ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। দিল্লি ক্যাপিটালস ১৯ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ৫০ রানে জয় পেল মুম্বই ইন্ডিয়ানস।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও সাফল্য পেলেন স্কিভার-ব্রান্ট। তিনি তিন ওভার বোলিং করে ২৯ রান দিয়ে জোড়া উইকেট নেন। নিকোলা কেরি (Nicola Carey) চার ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে তিন উইকেট নেন। অ্যামেলিয়া কের (Amelia Kerr) চার ওভার বোলিং করে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন। শবনিম ইসমাইল (Shabnim Ismail) ও সংস্কৃতি গুপ্ত (Sanskriti Gupta) এক উইকেট করে নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।