কথা রাখলেন সুনীল গাভাসকর, জেমাইমা রডরিগেজকে গিটার উপহার, একসঙ্গে গানও গাইলেন

Published : Jan 10, 2026, 10:49 PM ISTUpdated : Jan 10, 2026, 11:24 PM IST
Jemimah Rodrigues and Sunil Gavaskar

সংক্ষিপ্ত

Sunil Gavaskar-Jemimah Rodrigues: ভারতীয় দল প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিশ্রুতি বজায় রেখে জেমাইমা রডরিগেজকে বিশেষ উপহার দিলেন সুনীল গাভাসকর।

DID YOU KNOW ?
অনন্য নজির জেমি-গাভাসকরের
সুনীল গাভাসকর ও জেমাইমা রডরিগেজ প্রথমবার পুরুষ ও মহিলাদের ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য।

Sunil Gavaskar-Jemimah Rodrigues Duet: প্রতিশ্রুতি রক্ষা করলেন সুনীল গাভাসকর। জেমাইমা রডরিগেজকে ক্রিকেট ব্যাটের আকারের গিটার উপহার দিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। তিনি জেমাইমার সঙ্গে গানও গাইলেন। ভারতের পুরুষ দলের প্রাক্তন অধিনায়ক গাভাসকর ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী (1983 Cricket World Cup) দলের সদস্য। জেমাইমা গত বছর সিনিয়র পর্যায়ে যে কোনও ফর্ম্যাটে প্রথমবার বিশ্বকাপজয়ী (2025 ICC Women's Cricket World Cup) ভারতীয় মহিলা দলের অন্যতম সদস্য। তিনি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখান। গাভাসকর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি জেমাইমার সঙ্গে গান গাইবেন। সেই প্রতিশ্রুতি তো পালন করলেনই, একইসঙ্গে গিটার উপহার দিয়ে চমকে দিলেন গাভাসকর। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই উপহার দেওয়া এবং একসঙ্গে গান গাওয়ার ভিডিও ভাইরাল। ক্রিকেটপ্রেমীরা এই ভিডিও দেখে আপ্লুত।

গাভাসকর-জেমাইমার গলায় বন্ধুত্বের গান

গাভাসকর ও জেমাইমা একসঙ্গে 'শোলে' (Sholay) ছবির বিখ্যাত গান 'ইয়ে দোস্তি' (Yeh Dosti) গাইলেন। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও ধর্মেন্দ্রর (Dharmendra) লিপে এই গান গেয়েছিলেন কিশোর কুমার (Kishore Kumar) ও মান্না দে (Manna Dey)। গাভাসকরের উপহার দেওয়া গিটার কোলে নিয়ে বাজিয়ে গান ধরলেন জেমাইমা। তাঁর সঙ্গে গলা মেলালেন গাভাসকর। জেমাইমা এখন উইমেনস প্রিমিয়ার লিগে (Women's Premier League 2026) খেলছেন। এরই মধ্যে তিনি গাভাসকরের সঙ্গে গান ধরলেন।

 

 

বিশেষ উপহার পেয়ে আপ্লুত জেমাইমা

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন জেমাইমা। এই ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরে ঢুকে গাভাসকরকে দেখতে পেয়ে হাসিমুখে তাঁর দিকে এগিয়ে গেলেন এই তরুণী। তাঁকে আলিঙ্গন করার পর হাতে এক ছোট ব্যাগ তুলে দিলেন গাভাসকর। এরপর তিনি জেমাইমাকে গিটারের বাক্সের উপর থেকে কাপড় সরাতে বললেন। বাক্স খুলে গিটার দেখতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে গেলেন জেমাইমা। এরপর তিনি গিটার হাতে তুলে নিয়ে বাজিয়ে দেখলেন। এরপর তাঁরা একসঙ্গে বসে গান গাইলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভারতের মহিলা দল প্রথমবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে।
গত বছর ভারতের মহিলা দল প্রথমবার সিনিয়র পর্যায়ে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলে ছিলেন জেমাইমা রডরিগেজ।
Read more Articles on
click me!

Recommended Stories

ডব্লুপিএল ২০২৬: অভিষেকেই নজর কাড়লেন বিরাট কোহলির অনুরাগী অনুষ্কা শর্মা
ডব্লুপিএল ২০২৬: বিফলে লিচফিল্ডের অনবদ্য ইনিংস, গুজরাট জায়ান্টসের কাছে হার ইউপি ওয়ারিয়র্জের