India-Pakistan Conflict: পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হানা, অল্পের জন্য রক্ষা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের

Published : May 11, 2025, 07:45 PM ISTUpdated : May 11, 2025, 08:17 PM IST
Pakistan Airbase Destroys

সংক্ষিপ্ত

Pakistan Super League: পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়েছিলেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার। পাকিস্তানে তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত বিদেশি ক্রিকেটাররা নিরাপদেই পাকিস্তান ছাড়তে পেরেছেন।

Australian cricketers Avoided Missile Strike: ভারতকে সারা বিশ্বের সামনে অপরাধী প্রমাণ করার জন্য পাকিস্তান যে কৌশল নিয়েছিল, তা অল্পের জন্য এড়ানো গেল। শনিবার সকালে রাওয়ালপিন্ডির (Rawalpindi) নূর খান বিমানঘাঁটিতে (Nur Khan airbase) ক্ষেপণাস্ত্র আঘাত হানে ভারতীয় সশস্ত্রবাহিনী। তার কয়েক ঘণ্টা আগেই সেই বিমানঘাঁটি থেকে সংযুক্ত আরব আমিরশাহির চার্টার্ড ফ্লাইট ধরেন অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা। তাঁরা অল্পের জন্য বিপদ এড়াতে সক্ষম হন। ভারতের ক্ষেপণাস্ত্র আঘাতের সময়ের এদিক-ওদিক হলে ক্রিকেটার, আম্পায়ার, সম্প্রচারকারী সংস্থার কর্মীদের বড় বিপদ হতে পারত। সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে সুর চড়াতে পারত পাকিস্তান। তবে ভারতের পক্ষে ভালো বিষয় হল, পাক বায়ুসেনার ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও, কোনও সাধারণ মানুষ বা ক্রিকেটারদের ক্ষতি হয়নি।

কোন ক্রিকেটারদের বিপদ হতে পারত?

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, নূর খান এয়ারবেস থেকে যাঁরা চার্টার্ড ফ্লাইট ধরেন, তাঁদের মধ্যে ছিলেন শন অ্যাবট (Sean Abbott), বেন ডোয়ারশুইস (Ben Dwarshuis), অ্যাশটন টার্নার (Ashton Turner) ও মিচ ওয়েন (Mitch Owen)। তাঁরা চার্টার্ড ফ্লাইটে দুবাইয়ে পৌঁছে যান। তারপর আঘাত হানে ভারত। তবে তিন ঘণ্টা আগে যদি ভারতের ক্ষেপণাস্ত্র পাক বায়ুসেনার ওই ঘাঁটিতে আঘাত হানত, তাহলে কী হত, সে কথা ভেবেই অনেকে আতঙ্কিত হয়ে পড়ছেন।

ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত পাক বায়ুসেনার ঘাঁটি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ (Islamabad) থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ঘাঁটির কাছে অবস্থিত নূর খান এয়ারবেস। সেখানেই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ভারত। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাক বায়ুসেনার ঘাঁটিতে একাধিকবার বিস্ফোরণ ঘটে। সেখানে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের ফুলকি ও ধোঁয়া দেখা গিয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কবে আবার শুরু হবে পাকিস্তান সুপার লিগ?

পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) খেলতে যে বিদেশি ক্রিকেটাররা গিয়েছিলেন, তাঁরা বর্তমান পরিস্থিতিতে নিরাপদে পাকিস্তান ছেড়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) কর্তারা সংযুক্ত আরব আমিরশাহিতে পিএসএল আয়োজন করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই অনুরোধে সাড়া দেয়নি আমিরশাহি ক্রিকেট বোর্ড। ফলে আপাতত বন্ধ পিএসএল। এই লিগ কবে ফের শুরু হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে