
India tour of England 2025: ভারতীয় ক্রিকেট ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ড সফর। নতুন অধিনায়ক এবং দল নির্বাচন করতে হবে। অধিনায়ক রোহিত শর্মা অবসর ঘোষণা করার পর, কে ভারতের নতুন অধিনায়ক হবেন তা নিয়ে প্রধান কৌতূহল। নতুন ওপেনারও খুঁজে বের করতে হবে। রোহিতের অনুপস্থিতিতে, যশস্বী জয়সওয়াল - কে এল রাহুল জুটি ইনিংস ওপেন করার সম্ভাবনা বেশি। এর পরে বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে, যা ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
ইংল্যান্ডের পরিস্থিতিতে রাহুল ভালো খেলতে পারবেন বলে নির্বাচকদের ধারণা। শুভমান গিল তিন নম্বরে স্থান নিশ্চিত করেছেন। ভারতকে নেতৃত্ব দেবেন গিল। চার নম্বরে থাকবেন বিরাট কোহলি। কোহলির বিকল্প হিসেবে সাই সুদর্শনকে দলে রাখা হতে পারে। ইংল্যান্ডে কাউন্টি খেলার অভিজ্ঞতাও সাইয়ের আছে। মিডল অর্ডারে থাকবেন শ্রেয়স আইয়ার।
করুণ নায়ারকেও দলে বিবেচনা করা হতে পারে। ভারত এ ইংল্যান্ড সফর করছে। সেই সফরের পারফরম্যান্সের ভিত্তিতে কারুণকে দলে রাখা হবে কিনা তা নির্ধারণ করা হবে। অস্ট্রেলিয়া সফরে দলে থাকা সরফরাজ খানকে দলে রাখা হবে না। উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্ত এবং ধ্রুব জুরেলকে রাখার সম্ভাবনা রয়েছে। দুজনেই আইপিএলে হতাশ করেছেন, তবে কে এল রাহুলকেও উইকেটরক্ষক হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে নির্বাচকরা অন্য বিকল্প খুঁজছেন না।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য দল: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, সাই সুদর্শন, শ্রেয়স আইয়ার, করুণ নায়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।