Virat Kohli Fan: পুলিশের হেফাজত থেকে মুক্তি, বিরাট কোহলিকে আলিঙ্গন করা যুবককে সংবর্ধনা

Published : Jan 17, 2024, 05:02 PM ISTUpdated : Jan 17, 2024, 05:43 PM IST
Fan of Virat Kohli

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলির জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর জনপ্রিয়তা এমনই যে খেলা চলাকালীন মাঠে নেমে জড়িয়ে ধরছেন অনুরাগী।

ভারত-আফগানিস্তানের দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন মাঠে নেমে বিরাট কোহলিকে আলিঙ্গন করেছিলেন। তারপর পুলিশের হাতে আটক হন আরভ নামে ওই যুবক। তাঁকে আটক করে তুকোনগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। তবে বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-আফগানিস্তানের তৃতীয় টি-২০ ম্যাচের আগে বিরাটের অনুরাগীকে ছেড়ে দিল পুলিশ। এই ক্রিকেটপ্রেমী পুলিশের হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। বিরাটের অনুরাগীকে মালা পরিয়ে দেওয়া হয়। তিনি এই সংবর্ধনা পেয়ে খুশি। ভবিষ্যতে হয়তো আর কোনওদিন এভাবে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন নিরাপত্তারক্ষীদের বাধা টপকে মাঠে নামার চেষ্টা করবেন না এই যুবক।

বিরাটকে আলিঙ্গন করে গর্বিত অনুরাগী

হোলকার ক্রিকেট স্টেডিয়ামে বিরাটকে আলিঙ্গন করার পর সোশ্যাল মিডিয়া পোস্টে এই অনুরাগী জানান, ‘আমার বিরাট কোহলিকে আলিঙ্গন করার ইচ্ছা আজ পূর্ণ হল। নিরাপত্তার বেড়াজাল টপকে মাঠে ঢুকে পড়ে কিং কোহলির সঙ্গে দেখা করলাম। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য অর্জন।’

 

 

১৪ মাস পর আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বিরাট

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালের পর ইন্দোরেই প্রথম টি-২০ ম্যাচ খেলেন বিরাট। তিনি প্রত্যাবর্তনের ম্যাচে ১৬ বলে ২৯ রান করেন। এই ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। বুধবারই টি-২০ বিশ্বকাপের আগে এই ফর্ম্যাটে শেষ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এরপর অবশ্য আইপিএল-এ খেলবেন বিরাটরা। কিন্তু বিশ্বকাপের আগে শেষ টি-২০ ম্যাচকে প্রচণ্ড গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল। বিরাট ও রোহিত শর্মার ব্যাট থেকে এই ম্যাচে বড় স্কোর চাইছে টিম ম্যানেজেমন্ট। এই দুই তারকা টি-২০ বিশ্বকাপে খেলবেন বলেই মনে করছে ক্রিকেট মহল। সেই কারণেই তাঁদের ফর্মের দিকে সবার নজর রয়েছে। বিরাট ও রোহিত ছাড়াও বুধবারের ম্যাচে নজরে অলরাউন্ডার শিবম দুবে

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: 'বিরাট কোহলিকে আলিঙ্গনের স্বপ্নপূরণ হল,' উচ্ছ্বসিত অনুপ্রবেশকারী, ভাইরাল ভিডিও

India Vs Afghanistan: ফের নায়ক শিবম দুবে, আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

New Zealand Vs Pakistan: ২ ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জয় নিউজিল্যান্ডের, পাকিস্তানের দুর্দশা অব্যাহত

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম শ্রীলঙ্কা: জেমাইমার অসাধারণ ব্যাটিং, বিশ্বজয়ের পর প্রথম ম্যাচে সহজ জয় ভারতের
India vs Pakistan U-19 Asia Cup Final: মহসিন নকভির সঙ্গে মঞ্চ শেয়ার করলেন না বৈভবরা, দেশ সবার আগে