সংক্ষিপ্ত
বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। তাঁকে ঘিরে সর্বত্র ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা দেখা যায়। রবিবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামেও সেই উন্মাদনা দেখা গেল।
রবিবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে ভারত-আফগানিস্তানের দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন এক ক্রিকেটপ্রেমী। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। এই ঘটনার রেশ বেশিদূর গড়ায়নি। অনুরাগীর এই আচরণে প্রথমে হকচকিয়ে গেলেও, মেজাজ হারাননি বিরাট। তিনি অনুরাগীদের আবেগের সঙ্গে পরিচিত। সেই কারণেই নিরাপত্তারক্ষীরা যাতে মাঠে অনুপ্রবেশকারীকে মারধর না করেন, সেটা নিশ্চিত করার চেষ্টা করেন বিরাট। তিনিই ইন্দোরের এই ম্যাচের প্রধান আকর্ষণ ছিলেন। ১৪ মাস পর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামেন বিরাট। এই ম্যাচে তিনি বড় স্কোর করতে পারেননি। তবে কয়েকটি ভালো শট খেলেন। এতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শকরা।
বিরাটকে আলিঙ্গন করার স্বপ্নপূরণ
সোশ্যাল মিডিয়ায় আরভ নামে হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে, ‘আমার বিরাট কোহলিকে আলিঙ্গন করার ইচ্ছা আজ পূর্ণ হল। নিরাপত্তার বেড়াজাল টপকে মাঠে ঢুকে পড়ে কিং কোহলির সঙ্গে দেখা করলাম। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য অর্জন।’ এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডল যাঁর, তিনিই মাঠে ঢুকে পড়ে বিরাটকে জড়িয়ে ধরেন।
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে বিরাট
২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে সর্বাধিক রান করেছেন বিরাট। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপেও তিনি অসাধারণ পারফরম্যান্স দেখান। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপে ফের ভারতীয় দলের হয়ে খেলতে তৈরি বিরাট। তিনি যে ফর্মে, তাতে তাঁকে বাদ দেওয়া কঠিন। যে কোনও তরুণ ক্রিকেটারের চেয়ে ফিটনেসে এগিয়ে বিরাট। দক্ষতা ও অভিজ্ঞতায় তিনি সবার চেয়ে এগিয়ে। রোহিত শর্মাও হয়তো টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে দলে থাকবেন তরুণরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Afghanistan: ফের নায়ক শিবম দুবে, আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Virat Kohli-Novak Djokovic: জকোভিচই ইনস্টাগ্রামে প্রথম বার্তা পাঠান, জানালেন বিরাট
Virat Kohli-Novak Djokovic: বিরাটের সঙ্গে দেখা হয়নি, নিয়মিত কথা হয়, জানালেন জকোভিচ