জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে ৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া, নাগপুর টেস্টে ইনিংসে জয় ভারতের

সহজেই নাগপুর টেস্ট ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল। এই সিরিজে ৩ ম্যাচ বাকি। সেই ম্যাচগুলির আগে নাগপুরের পারফরম্যান্সে ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গেল।

Web Desk - ANB | Published : Feb 11, 2023 8:46 AM IST / Updated: Feb 11 2023, 03:28 PM IST

নাগপুরে আড়াই দিনেই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে ৪ টেস্ট ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে যাওয়ার পর শনিবার দ্বিতীয় ইনিংসে ৯১ রানেই গুটিয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়া। ফলে বিশাল ব্যবধানে জয় পেল ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা-বিরাট কোহলিদের আর ব্যাটিং করতে হল না। স্পিনারদের দাপটেই নাগপুরে সহজ জয় পেল ভারতীয় দল। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন অশ্বিন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিলেন জাদেজা। দলের তৃতীয় স্পিনার অক্ষর প্যাটেল দুই ইনিংস মিলিয়ে ১ উইকেট পেলেও ব্যাট হাতে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, জাদেজা, মহম্মদ সামি, অশ্বিনও। সবার মিলিত চেষ্টাতেই সহজ জয় এল। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন রবীন্দ্র জাদেজা।

শনিবার নাগপুর টেস্ট ম্যাচের তৃতীয় দিন ৪০০ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। জাদেজা করেন ৭০ রান। অক্ষর করেন ৮৪ রান। দ্বিতীয় দিন ১২০ রান করেছিলেন রোহিত। ১০ নম্বরে ব্যাটিং করতে নেমে মহম্মদ সামিও ভালো পারফরম্যান্স দেখান। এই পেসার করেন ৩৭ রান। 

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে প্রথম ওভারে বোলিং করেন সামি। দ্বিতীয় ওভারেই অশ্বিনকে আক্রমণে আনেন রোহিত। এই সাহসী সিদ্ধান্তের ফলও পাওয়া যায় সঙ্গে সঙ্গে। ওভারের পঞ্চম বলেই অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাকে ফিরিয়ে দেন অশ্বিন। প্রথম ইনিংসে ১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫ রান করলেন খাজা। অপর ওপেনার ডেভিড ওয়ার্নার প্রথম ইনিংসে ১ রান করার পর দ্বিতীয় ইনিংসে করলেন ১০ রান। মার্নাস লাবুশেন করেন ১৭ রান। ম্যাট রেনশ করলেন ২ রান। পিটার হ্যান্ডসকম্ব করলেন ৬ রান। অ্যালেক্স কেরি করলেন ১০ রান। প্যাট কামিন্স করলে ১ রান। টড মারফি করলেন ২ রান। ৮ রান করেন নাথান লিয়ন। ০ রানেই আউট হয়ে যান স্কট বোল্যান্ড। ২৫ রান করে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। ভারতের হয়ে অশ্বিন ৫ উইকেট, জাদেজা ২ উইকেট সামি ২ উইকেট ও অক্ষর ১ উইকেট নেন।

আরও পড়ুন-

রাজার মতোই ফিরলেন 'স্যার জাদেজা', সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস অনুরাগীদের

টি-২০ র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে হার্দিক পান্ডিয়া

টি-২০ লিগের দাপটে দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটারদের ধরে রাখা কঠিন হবে, মত সৌরভের

Read more Articles on
Share this article
click me!