India Vs Australia: বুমরাকে বিশ্রাম, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-তে প্রথমে ব্যাটিং ভারতের

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচেও সহজ জয় পেয়েছে ভারতীয় দল। এবার সিরিজ দখল করাই কে এল রাহুলের দলের লক্ষ্য।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারত। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণ। অস্ট্রেলিয়া দলেও বদল করা হয়েছে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এই ম্যাচে খেলছেন না। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করছেন স্মিথ। অস্ট্রেলিয়াও এই সিরিজে পরীক্ষা-নিরীক্ষা করে নিতে চাইছে। গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক অবশ্য এই ম্যাচেও খেলছেন না। এই ২ ক্রিকেটারের চোট আছে। ওডিআই বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।

এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ঈশান কিষান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ সামি ও প্রসিদ্ধ কৃষ্ণ।

Latest Videos

অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন- ডেভিড ওয়ার্নার, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিস, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, শন অ্যাবট, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড ও স্পেন্সার জনসন।

এই ম্যাচে ভারতের অধিনায়ক রাহুল বলেছেন, ‘এই মাঠের যা আকার, তাতে টসে জিতলে আমরাও প্রথমে ফিল্ডিং করতাম। উইকেট দেখে ভালো বলেই মনে হচ্ছে। আমাদের বড় স্কোর করতে হবে। আমাদের দলের প্রধান ৫-৬ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমার মতো যারা চোট সারিয়ে দলে ফিরেছে তাদের খেলা জরুরি। গত ম্যাচের দলে একটিই বদল হয়েছে। জসপ্রীতকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওর পরিবর্তে দলে এসেছে প্রসিদ্ধ কৃষ্ণ। আমাদের মিডল অর্ডারের শক্তি ও দুর্বলতা দেখে নেওয়ার সুযোগ পাচ্ছি। এশিয়া কাপেও আমাদের পরীক্ষার সামনে পড়তে হয়েছিল। আমাদের দলের সব ব্যাটারই কিছুটা ব্যাটিং করার সুযোগ পেলে ভালো হয়। তাহলে ওডিআই বিশ্বকাপের আগে সবারই আত্মবিশ্বাস বেড়ে যাবে।’

স্মিথ বলেছেন, ‘সন্ধেবেলা শিশির পড়লে আমাদের রান তাড়া করতে সুবিধা হবে। আমরা বিশ্বকাপের কথা ভেবেই প্রস্তুতি নিচ্ছি। আমরা এই ম্যাচ জিততে চাই। তবে একইসঙ্গে বিভিন্ন কম্বিনেশনও দেখে নিচ্ছি। গত ম্যাচে ভারত খুব ভালো খেলেছে। এই ম্যাচে আমাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। আমাদের দলে কয়েকটি বদল হয়েছে। স্পেন্সার জনসনের অভিষেক হচ্ছে। জশ হ্যাজেলউড দলে ফিরেছে। কেরিও দলে ফিরেছে।’

আরও পড়ুন-

Rohit Sharma: এশিয়া কাপের ফাইনাল ম্যাচের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি ফেলে এসেছেন অধিনায়ক, দেখে নিন ভাইরাল সেই ভিডিও

Asian Games 2023: বাংলাদেশকে দুরমুশ করে ফাইনালে ভারত, এশিয়ান গেমসে পদক নিশ্চিত মান্ধানাদের

Mohammed Shami : মিচেল মার্শের উইকেটই সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে, বললেন মহম্মদ সামি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury