Mohammed Shami : মিচেল মার্শের উইকেটই সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে, বললেন মহম্মদ সামি

মিচেল মার্শের উইকেট নিয়ে আমার খুব ভালো লেগেছে। কোনও ব্যাটার খোঁচা দিয়ে আউট হলে ভালো লাগে। আমি বোলিং উপভোগ করেছি, বললেন মহম্মদ সামি ।

Share this Video

যতই গরম থাকুক না কেন, নতুন বলে ৪-৫ ওভার বোলিং করার ইচ্ছা সবারই থাকে। তবে এটা অধিনায়কের সিদ্ধান্ত এবং ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করে। মিচেল মার্শের উইকেট নিয়ে আমার খুব ভালো লেগেছে। কোনও ব্যাটার খোঁচা দিয়ে আউট হলে ভালো লাগে। স্যুইংয়ের উপর নিয়ন্ত্রণ থাকলে তবেই এভাবে উইকেট পাওয়া যায়। এই উইকেটে ঠিক লেংথে বোলিং করা জরুরি ছিল। আমি বোলিং উপভোগ করেছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর বললেন মহম্মদ সামি।

Related Video