সংক্ষিপ্ত

রবিবার মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছল ভারত।

এশিয়ান গেমসে ম্যাজিক ভাতের মহিলা স্কোয়াডের। বাংলাদেশের বিরুদ্ধে দূরন্ত জয়ের সঙ্গে চলতি এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা। রবিবার মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ভারতের।

পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে সেমিফাইনালের পরই ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বি কে হতে চলেছে সেই সম্পর্কে জানা যাবে। উল্লেখ্য, এর আগে এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রূপো আর তারপর রোয়িংয়ে টিম ইভেন্টে রূপো জয়ের পর এবার এই বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে ভারতের এই জয় উচ্ছ্বাস আরও কয়েকগুন বাড়িয়ে তুলেছে। রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে মাঠে নামে বাংলাদেশ। ৫১ রানে ইনিংস শেষ হয়। ভারতের দূর্দান্ত বোলিং-এর সামনে সর্বোচ্চ রান করতে পেরেছেন অধিনায়ক নিগার সুলতানার, রান ১২। শূন্য রান করে ফিরতে হয়েছে পাঁচ ব্যাটারকে। দুই ওপেনার সাথী রানি ও শামিমা সুলতানাকে ফিরতে হয়েছে খালি হাতেই। অন্যদিকে ভারতের বোলার পূজা বস্ত্রকররের হাতে আসে ১৭ রানে ৪ উইকেট। বোলার তিতাস সাধু, আমনজ্যোৎ কৌর, রাজেশ্বরী গায়কোয়াড় এবং দেবীকা বৈদ্য প্রত্যেকেই একটি করে উইকেট পেয়েছেন। এদিন ১৭.৫ ওভারেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

ভারতের সামনে তখন লক্ষ্য ৫২ রান। মাত্র ৮.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় ক্রিকেট দল। তবে এদিন শুরুতেই ২ উইকেট হারায় ভারত। ওপেনার শেফালি বর্মাও আউট হয়ে যান ২১ বলে মাত্র ১৭ রান করে। রান পাননি অধিনায়ক মান্ধানাও। তবে ২২ গজে ভারতের জয় নিশ্চিত করলেন জেমাইমা রডরিগেজ় এবং কণিকা আহুজা। দূরন্ত ব্যাটিং-এ বাংলাদেশকে কার্যত উড়িয়ে দিলেন দুই ব্যাটার। জেমাইমা রডরিগেজ ও কনিকা আহুজা যথাক্রমে ২০ ও ১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর ফাইনালের লক্ষ্যে ফের মাঠে নামবে ভারত এখন দেখার ফাইনালে ২২ গজে ভারতের বিপক্ষে কে থাকবে।