ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, নেই বিশ্বকাপজয়ী তারকা

Published : Oct 07, 2025, 09:45 AM ISTUpdated : Oct 07, 2025, 10:26 AM IST
Pat Cummins

সংক্ষিপ্ত

India tour of Australia, 2025: অস্ট্রেলিয়া সফরে ওডিআই, টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। এবার ক্রিকেট অস্ট্রেলিয়াও (Cricket Australia) দল ঘোষণা করে দিল। ওডিআই সিরিজের দল চমক আছে।

DID YOU KNOW ?
দলে বিরাট-রোহিত
অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

India vs Australia: ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। ওডিআই সিরিজের জন্য ঘোষিত ১৫ জনের দলে চমক রয়েছে। অধিনায়ক নির্বাচিত হয়েছেন মিচেল মার্শ (Mitchell Marsh)। বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) কোমরের চোটের জন্য ভারতের বিরুদ্ধে এই সিরিজে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তেই অধিনায়ক নির্বাচিত হয়েছেন মার্শ। অস্ট্রেলিয়া দলে আরও বদল হয়েছে। ওডিআই, টি-২০ সিরিজে নেই তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তাঁর কবজিতে চোট রয়েছে। সেই চোট এখনও সারেনি। এই কারণেই তাঁকে দলে রাখা হয়নি। ফিট হয়ে উঠলে বিগ ব্যাশ লিগে খেলার মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাবেন ম্যাক্সওয়েল। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে (2023 ICC Men's Cricket World Cup) অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করা মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েছেন।

ওডিআই সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল-

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে অস্ট্রেলিয়া দলে আছেন- মিচেল মার্শ (Mitchell Marsh), (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট (Xavier Bartlett), অ্যালেক্স কেরি (Alex Carey), কুপার কনোলি (Cooper Connolly), বেন ডোয়ারশুইস (Ben Dwarshuis), নাথান এলিস (Nathan Ellis), ক্যামেরন গ্রিন (Cameron Green), জশ হ্যাজেলউড (Josh Hazlewood), ট্রেভিস হেড (Travis Head), জশ ইনগ্লিস (Josh Inglis), মিচেল ওয়েন (Mitchell Owen), ম্যাথিউ রেনশ (Matthew Renshaw), ম্যাথিউ শর্ট (Matthew Short), মিচেল স্টার্ক (Mitchell Starc) ও অ্যাডাম জাম্পা (Adam Zampa)।

টি-২০ দলে প্রত্যাবর্তন নাথান এলিসের

সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য কিছুদিন ছুটি নিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস (Nathan Ellis)। তিনি এবার ছুটি কাটিয়ে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে ফিরেছেন। কাফ মাসলে চোটের জন্য নিউজিল্যান্ড (New Zealand) সফরে অস্ট্রেলিয়া দলে ছিলেন না ইনগ্লিস। তিনি চোট সারিয়ে ওডিআই, টি-২০ সিরিজের দলে ফিরেছেন। টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে আছেন- মিচেল মার্শ (Mitchell Marsh), (অধিনায়ক), শন অ্যাবট (Sean Abbott), জেভিয়ার বার্টলেট (Xavier Bartlett), টিম ডেভিড (Tim David), বেন ডোয়ারশুইস (Ben Dwarshuis), নাথান এলিস (Nathan Ellis), জশ হ্যাজেলউড (Josh Hazlewood), ট্রেভিস হেড (Travis Head), জশ ইনগ্লিস (Josh Inglis), ম্যাথিউ কুনেম্যান (Matthew Kuhnemann), মিচেল ওয়েন (Mitchell Owen), ম্যাথিউ শর্ট (Matthew Short), মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) ও অ্যাডাম জাম্পা (Adam Zampa)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯
১৯ অক্টোবর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ।
এবারের অস্ট্রেলিয়া সফরে ৩ ম্যাচের ওডিআই সিরিজ, ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। সিরিজ শুরু ১৯ অক্টোবর।
Read more Articles on
click me!

Recommended Stories

টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি