India Tour of Australia 2025: কয়েকদিন পরেই ওডিআই, টি-২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। শনিবার এই সফরের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। দল ঘোষণায় বড় চমক দেখা গেল।

DID YOU
KNOW
?
শ্রেয়াসের প্রত্যাবর্তন
ভারতীয় দলে ফিরেই ওডিআই ফর্ম্যাটে নতুন সহ-অধিনায়ক নির্বাচিত হলেন শ্রেয়াস আইয়ার।

Team India ODI Captain: ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) পরবর্তী যুগ শুরু হয়ে গিয়েছে। শনিবার অস্ট্রেলিয়া সফরের (India Tour of Australia 2025) জন্য দল ঘোষণা করে সে কথা স্পষ্ট করে দিল বিসিসিআই (BCCI)। ওডিআই সিরিজের দলে প্রত্যাশিতভাবেই রোহিত ও বিরাটকে রাখা হয়েছে। কিন্তু ওডিআই দলের নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়া হল। তাঁর নেতৃত্বেই চলতি বছরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জেতে ভারতীয় দল। কিন্তু এই সাফল্য এনে দেওয়ার পরেও রোহিতের পরিবর্তে ওডিআই দলের নতুন অধিনায়ক হিসেবে শুবমান গিলের (Shubman Gill) নাম ঘোষণা করা হল। রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) ভালো পারফরম্যান্স দেখানোর পর শনিবার দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আড়াই দিনেই ইনিংস ও ১৪০ রানে জয় পেয়েছে ভারতীয় দল। দেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচে জয় পাওয়ার দিনেই সুখবর পেলেন শুবমান।

সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার

এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলে সুযোগ না পেলেও, অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজের দলে ফিরলেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তিনি ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের নতুন সহ-অধিনায়ক নির্বাচিত হলেন। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের (2027 ICC Cricket World Cup) কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। এই কারণে ওডিআই ফর্ম্যাটে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক বেছে নেওয়া হল।

অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল-

অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলে আছেন- শুবমান গিল (Shubman Gill) (অধিনায়ক), রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল (Axar Patel), কে এল রাহুল (KL Rahul) (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), কুলদীপ যাদব (Kuldeep Yadav), হর্ষিত রানা (Harshit Rana), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), আর্শদীপ সিং (Arshdeep Singh), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), ধ্রুব জুরেল (Dhruv Jurel) (উইকেটকিপার) ও যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।