India Tour of Australia 2025: কয়েকদিন পরেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সফরে ওডিআই, টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। ওডিআই সিরিজের জন্য ঘোষিত দলে চমক থাকলেও, টি-২০ সিরিজের জন্য ঘোষিত দলে খুব বেশি চমক নেই।
KNOW
India vs Australia T20 Series: চোটের জন্য অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। ইংল্যান্ড সফরে (England Tour of India, 2025) পায়ে চোট পান ঋষভ। তাঁর পা ভেঙে গিয়েছে। এই কারণে বেশ কিছুদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। সদ্যসমাপ্ত এশিয়া কাপে (Asia Cup 2025) সুপার ফোর পর্যায়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে (India vs Sri Lanka) চোট পান হার্দিক। এই চোটের কারণে তাঁর পক্ষে এশিয়া কাপ ফাইনালেও খেলা সম্ভব হয়নি। এই অলরাউন্ডারকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হলেও, টি-২০ সিরিজের দলে রাখা হয়েছে। হার্দিকের পরিবর্তে টি-২০ সিরিজের দলে জায়গা পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ঋষভের পরিবর্তে টি-২০ সিরিজের দলে উইকেটকিপার হিসেবে আছেন জিতেশ শর্মা (Jitesh Sharma) ও সঞ্জু স্যামসন (Sanju Samson)।
টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল-
অস্ট্রেলিয়া সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলে আছেন- সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) (অধিনায়ক), অভিষেক শর্মা (Abhishek Sharma), শুবমান গিল (Shubman Gill) (সহ-অধিনায়ক), তিলক ভার্মা (Tilak Varma), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), শিবম দুবে (Shivam Dube), অক্ষর প্যাটেল (Axar Patel), জিতেশ শর্মা (Jitesh Sharma) (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), আর্শদীপ সিং (Arshdeep Singh), কুলদীপ যাদব (Kuldeep Yadav), হর্ষিত রানা (Harshit Rana), সঞ্জু স্যামসন (Sanju Samson) (উইকেটকিপার), রিঙ্কু সিং (Rinku Singh) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।
২৯ অক্টোবর শুরু টি-২০ সিরিজ
এবারের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল তিনটি ওডিআই এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে। ১৯ অক্টোবর শুরু হবে ওডিআই সিরিজ। এই সিরিজ ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। টি-২০ সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর। এই সিরিজ চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


