India Vs Australia T20: রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচ, তৈরি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ খেলতে ইতিমধ্যেই তিরুঅনন্তপুরমে পৌঁছে গিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া দল। প্রস্তুতিতে ব্যস্ত ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

Soumya Gangully | Published : Nov 25, 2023 10:05 AM IST

18
প্রথম টি-২০ ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচের আগে প্রস্তুতিতে ব্যস্ত অস্ট্রেলিয়া দল

বৃহস্পতিবার বিশাখাপত্তনমে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। রবিবার তিরুঅনন্তপুরমে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

28
অস্ট্রেলিয়ার পাশাপাশি তিরুঅনন্তপুরমে পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররাও

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল টি-২০ সিরিজের শুরুটা ভালো করেছে। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের দিকে এগিয়ে যাওয়াই ভারতের লক্ষ্য।

38
রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়া দলে একাধিক বদল দেখা যেতে পারে

ওডিআই বিশ্বকাপে যাঁরা খেলেছেন, তাঁদের অনেকেই টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিশ্রামে ছিলেন। রবিবার দ্বিতীয় ম্যাচে প্রথমসারির সব ক্রিকেটারকেই খেলাতে পারে অস্ট্রেলিয়া।

48
তিরুঅনন্তপুরমে খেলতে পারেন ওডিআই বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রেভিস হেড

বিশাখাপত্তনমে খেলেননি ওডিআই বিশ্বকাপ ফাইনালে শতরান করা ট্রেভিস হেড। তবে দ্বিতীয় ম্যাচে তিনি খেলতে পারেন।

58
রবিবার তিরুঅনন্তপুরমে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন বৃষ্টির পূর্বাভাস নেই

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার তিরুঅনন্তপুরমে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ ম্যাচ চলাকালীন পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

68
গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টি-২০ ম্যাচে বড় স্কোরের সম্ভাবনা কম

গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৪টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। কোনও ম্যাচেই বড় স্কোর হয়নি। এই মাঠে গড় স্কোর ১১৪।

78
রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে শিশির খুব একটা প্রভাব ফেলবে না বলেই মত আবহাওয়া দফতরের

গত কয়েকদিন ধরে তিরুঅনন্তপুরমে বৃষ্টি হয়েছে। সেই কারণে ম্যাচ চলাকালীন শিশির প্রভাব ফেলবে না বলেই মত আবহাওয়া দফতরের কর্তাদের।

88
গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যে দল পরে ব্যাটিং করবে তারা সুবিধা পেতে পারে

গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যে দল রান তাড়া করবে, তাদের জয়ের সম্ভাবনা বেশি। এই মাঠে আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যান সেই ইঙ্গিতই দিচ্ছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos