ব্যাটিংয়ের ধরন বদলাতে পারব না, শততম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে বললেন পূজারা

শুক্রবার দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। সিরিজে ১-০ এগিয়ে ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজ জয়ের দিকে এগিয়ে যাওয়াই ভারতের লক্ষ্য।

২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়। এবার সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন চেতেশ্বর পূজারা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামার আগে পূজারা বলেছেন, 'দল থেকে বাদ পড়ার পর পরিস্থিতি আমার জন্য কঠিন ছিল। মানসিকভাবে শক্তিশালী থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। নিজের উপর বিশ্বাস রাখাও গুরুত্বপূর্ণ ছিল। আমি আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ৭ বছরে কীভাবে সাফল্য পেয়েছি সেটা জানি। আমি নিজের খেলার ধরন বদলাতে পারব না। তবে আমার ব্যাটিংয়ে কিছু অদল-বদল করতে পারি। কিন্তু খেলার ধরন পুরোটা বদলানো যাবে না। সব খেলোয়াড়েরই নিজস্ব ধরন আছে। এত বছর ধরে খেলার সুবাদে আমি বুঝতে পেরেছি, নিজের শক্তি অনুযায়ী খেলতে হবে। আমি গত দু'বছরে কিছু নতুন শট খেলতে শুরু করেছি। ক্রিকেটার হিসেবে উন্নতি করার চেষ্টা করছি।'

পূজারা আরও বলেছেন, ‘আমি রাহুল ভাই (প্রধান কোচ রাহুল দ্রাবিড়) ও ভিকি ভাইয়ের (ব্যাটিং কোচ বিক্রম রাঠোর) সঙ্গে কথা বলেছি। আমি দল থেকে বাদ পড়লেও আমাকে টিম ম্যানেজমেন্ট কয়েকটি ব্যাপার স্পষ্ট বার্তা দিয়েছিল। আমাকে বলা হয়েছিল, কয়েকটি বিষয়ে উন্নতি করতে হবে। তাহলেই ফের ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়া যাবে। আমি ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাই। তারপর সাসেক্সের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলি। সেখানে যথেষ্ট রান করি এবং যথেষ্ট আত্মবিশ্বাস পেয়ে যাই। আমি সৌরাষ্ট্র ও সাসেক্সের হয়ে খেলার সময় ফাস্ট বোলারদের বলে স্যুইপ শট খেলা শুরু করি। প্যাডল স্কুপ করার চেষ্টাও করি। আমি খোলা মনেই খেলছি। টেস্ট ম্যাচেও এভাবেই ব্যাটিং করতে চাই। একটু খোলা মনের আর নমনীয় হওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে গত সিরিজেও আমার উপকার হয়েছে। যখন দ্রুত রান করা প্রয়োজন ছিল তখন আমি শট খেলতে পেরেছি। আমি পরিস্থিতি অনুযায়ী টেকনিকে বদল আনতে রাজি।’

Latest Videos

পূজারা জানিয়েছেন, ‘বাইরের কোনও কিছু যাতে আমার লক্ষ্যপূরণের পথে বাধা না হয়ে দাঁড়ায় তার জন্য ধ্যান, প্রাণায়াম, যোগাসন করি। অন্যরা কে কী বলছে সেটা থেকে মনেক দূরে রাখা সহজ নয়। তবে আমি মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করছি। শুধু নেতিবাচই না, ইতিবাচক খবর থেকেও দূরে থাকা জরুরি। আমি সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি।’

আরও পড়ুন-

বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর

সেলফি তুলতে অস্বীকার করা নিয়ে বচসা, মুম্বইয়ের রাস্তায় আক্রান্ত পৃথ্বী শ

স্টিং অপারেশনে বিতর্কিত মন্তব্যের জের, পদ খোয়াতে পারেন চেতন শর্মা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল