দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াবে দল, আত্মবিশ্বাসী বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি

Published : Feb 16, 2023, 07:43 PM ISTUpdated : Feb 16, 2023, 08:02 PM IST
Bengal Ranji Trophy Team

সংক্ষিপ্ত

ঘরের মাঠে রঞ্জি ট্রফি ফাইনাল খেলতে নেমে বিপাকে বাংলা দল। প্রথম দিনের দ্বিতীয় সেশন বাদ দিয়ে বাকি সময়টা সৌরাষ্ট্রেরই প্রাধান্য ছিল। দ্বিতীয় দিন ম্যাচে ফিরতে না পারলে বাংলার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ হবে না।

রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রর বিরুদ্ধে প্রথম দিন ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, দ্বিতীয় দিন ম্যাচে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর মনোজ বলেছেন, ‘দিনটা আমাদের জন্য ভালো যায়নি। তবে আমরা দ্বিতীয় দিন দারুণভাবে ম্যাচে ফিরে আসব বলে আশা করছি। এই ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু সেটা আমাদের হাতে নেই। সকালে ব্যাটিং করা কঠিন ছিল। শেষদিকে আমরাও সহজে অনেক গুরুত্বপূর্ণ রান দিয়েছি বিপক্ষের ব্যাটারদের। দ্বিতীয় দিন আমরা নতুন করে খেলা শুরু করব। আমরা ওদের যত দ্রুত সম্ভব আউট করার জন্য সর্বস্ব দেব। উইকেট নেওয়ার মতো ৮টি বল করতে হবে আমাদের। আমাদের সহজে রান দিলে চলবে না। এই ম্যাচে এখনও অনেককিছু হতে পারে। এখনও খেলা অনেক বাকি। শাহবাজ (আহমেদ) ও অভিষেক (পোড়েল) খুব ভালো ইনিংস খেলেছে। এই বয়সে ফাইনালে এরকম ইনিংস অভিষেককে অনেক বেশি আত্মবিশ্বাস দেবে। ও ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্স দেখাবে।’

মনোজ আরও বলেছেন, ‘আমাদের পেসার সারা মরসুম ধরেই ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ওরা যদি আবার সেই পারফরম্যান্স দেখাতে পারে, তাহলে আমরা এখনও এই ম্যাচে ফিরে আসতে পারি। চলতি মরসুমে কোনও ম্যাচে আমাদের ইনিংসের শুরুটা এরকম হয়নি। ফাইনালেই প্রথম সেশনে এরকম হল। আমরা একেবারেই ভালো খেলতে পারিনি। শাহবাজ ও অভিষেককে কৃতিত্ব দিতেই হবে। ওরা আমাদের এমন জায়গায় পৌঁছে দিয়েছে যেখান থেকে ম্যাচে ফিরতে পারি। অভিষেক খুব ভালো খেলেছে। প্রথম সেশন ব্যাটারদের জন্য কঠিন ছিল। তারপর অভিষেক-শাহবাজ যে পার্টনারশিপ গড়েছে সেটা আমাদের দলের দলের জন্য দরকার ছিল। অভিষেকের বয়স কম। ও যদি মাথা ঠান্ডা রেখে খেলতে পারে, তাহলে ভবিষ্যতে সাফল্য পাবে।’

দ্বিতীয় দিন বাংলার রান টপকাতে সৌরাষ্ট্রর দরকার ৯৪ রান। প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রর স্কোর ২ উইকেটে ৮১। এদিন বাংলা ১৭৪ রানে অলআউট হয়ে যায়। ৬৯ রান করেন শাহবাজ। ৫০ রান করেন অভিষেক। সৌরাষ্ট্রর হয়ে ৩ উইকেট করে নেন জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়া। ২ উইকেট করে নেন চিরাগ জানি ও ধর্মেন্দ্রসিং জাদেজা। বাংলার বোলাররা প্রথম দিন খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। দ্বিতীয় দিন দলকে ঘুরে দাঁড়াতে হলে পেসারদের ভালো পারফরম্যান্স জরুরি।

আরও পড়ুন-

বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর

সেলফি তুলতে অস্বীকার করা নিয়ে বচসা, মুম্বইয়ের রাস্তায় আক্রান্ত পৃথ্বী শ

স্টিং অপারেশনে বিতর্কিত মন্তব্যের জের, পদ খোয়াতে পারেন চেতন শর্মা

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?