নাগপুরের মতোই দিল্লি টেস্ট ম্যাচও পাঁচ দিনে গড়াচ্ছে না। তৃতীয় দিনেই শেষ হয়ে যাচ্ছে খেলা। ভারতীয় দলের এই সিরিজে ২-০ এগিয়ে যাওয়া সময়ের অপেক্ষা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে ভারত।
রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দাপটে দিল্লি টেস্ট ম্যাচের তৃতীয় দিন সকালে দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ফলে ভারতীয় দলের টার্গেট ১১৫। সিরিজে ২-০ এগিয়ে যাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সব উইকেটই নিজেদের মধ্যে ভাগ করে নিলেন জাদেজা ও অশ্বিন। জাদেজা ৪২ রান দিয়ে ৭ উইকেট নিলেন। অশ্বিন ৫৯ রান দিয়ে ৩ উইকেট নিলেন। তৃতীয় দিন সকালে অশ্বিনকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারেই উইকেট পান অশ্বিন। এরপর বোলিং করতে আসেন জাদেজা। এই দুই বোলার ছাড়া আর কাউকে আক্রমণে আনতে হয়নি রোহিতকে। দুই স্পিনারই অস্ট্রেলিয়াকে শেষ করে দিলেন। যে উইকেট থেকে স্পিনাররা সাহায্য পান, সেখানে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা বুঝিয়ে দিলেন জাদেজা ও অশ্বিন। ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে ম্যাচ জিততে সাহায্য করছেন অশ্বিন।
এই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেন মহম্মদ সামি। ৩ উইকেট করে নেন অশ্বিন ও জাদেজা। তবে দ্বিতীয় ইনিংসে আর উইকেট পেলেন না সামি। এই ইনিংসে তিনি মাত্র ২ ওভার বোলিং করার সুযোগ পান। ভারতীয় দলের অপর এক পেসার মহম্মদ সিরাজকে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে ডাকেননি অধিনায়ক রোহিত শর্মা। অশ্বিন ও জাদেজাই কামাল করলেন।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার মাত্র দু'জন ব্যাটার দুই অঙ্কের রান করেন। সর্বাধিক ৪৩ রান করেন ট্রেভিস হেড। মার্নাস লাবুশেন করেন ৩৫ রান। বাকিরা কেউই অশ্বিন-জাদেজার ঘূর্ণির সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। উসমান খাজা ৬, স্টিভ স্মিথ ৯, ম্যাট রেনশ ২, পিটার হ্যান্ডসকম্ব ০, অ্যালেক্স কেরি ৭, প্যাট কামিন্স ০, নাথান লিয়ন ৮, ম্যাথু কুনেম্যান ০ করে আউট হয়ে যান। ৩ রান করে অপরাজিত থাকেন টড মারফি।
চোট সারিয়ে জাতীয় দলে ফিরেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন জাদেজা। নাগপুর টেস্ট ম্যাচে ভারতীয় দলকে জিততে সাহায্য করেছিলেন তিনি। এবার দিল্লিতেও ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন। দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে ১০ উইকেট হয়ে গেল জাদেজার। তিনি ফের ম্যাচের সেরা হওয়ার দৌড়ে।
অক্ষর এই টেস্ট ম্যাচে উইকেট না পেলেও, দুর্দান্ত ব্যাটিং করলেন। প্রথম ইনিংসে তিনি লড়াই না করলে এত সহজে ম্যাচ জেতার জায়গায় পৌঁছতে পারত না ভারতীয় দল।
আরও পড়ুন-
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট উনাদকাটের, ফের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র
পঞ্চম ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০ উইকেট, ৫০০০ রান অশ্বিনের
Prithvi Shaw : পৃথ্বী শ-র গাড়িতে হামলা, গ্রেফতার অভিযুক্ত, বিভিন্ন ধারায় মামলা