দিল্লিতে ৬ উইকেটে জয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত

Published : Feb 19, 2023, 01:49 PM ISTUpdated : Feb 19, 2023, 02:14 PM IST
team india

সংক্ষিপ্ত

ভারতের মাটিতে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্তের জন্য কি এখন আফশোস করছে অস্ট্রেলিয়া শিবির? অবশ্য প্রস্তুতি ম্যাচ খেলে যে খুব বেশি লাভ হত সেটা বলা যাচ্ছে না।

নাগপুরের পর দিল্লি, ফের আড়াই দিনেই শেষ হয়ে গেল টেস্ট ম্যাচ। নাগপুরে ইনিংস ও ১৩২ রানে জয় পেয়েছিল ভারতীয় দল। দিল্লিতে জয় এল ৬ উইকেটে। ভারতের টার্গেট ছিল ১১৫। সহজেই জয় পাওয়ার কথা ছিল। ১০ উইকেটে জয়ের আশাই করছিলেন সমর্থকরা। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই নাথান লিয়নকে উইকেট দেন কে এল রাহুল (১)। ফের ব্যর্থ হলেন তিনি। এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান ভারতের অধিনায়ক রোহিত শর্মা (৩১)। তিনি সীমিত ওভারের ফর্ম্যাটের মতোই ব্যাটিং করছিলেন। তাঁর ২০ বলের ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। দ্রুত ম্যাচ শেষ করে দিতে চাইছিলেন রোহিত। তাড়াহুড়ো করতে গিয়েই তিনি রান আউট হন। শততম টেস্টের প্রথম ইনিংসে রান না পেলেও, দ্বিতীয় ইনিংসে ৩১ রান করে অপরাজিত থাকেন পূজারা। বিরাট কোহলি ২০ রান করে টড মারফির বলে স্টাম্প আউট হয়ে যান। লিয়নের বলে ওভার-বাউন্ডারি মারতে গিয়ে উইকেট ছুড়ে দেন শ্রেয়াস আইয়ার (১২)। তিনি মারফির হাতে ধরা পড়েন। কে এস ভরত ২৩ রান করে অপরাজিত থাকেন।

এই সিরিজে আরও দু'টি ম্যাচ বাকি। তার মধ্যে অন্তত একটি ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেওয়ার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও জায়গা করে নেবে ভারত। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরা যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে এই সিরিজে ভারতীয় দল ৪-০ জয় না পেলেই অঘটন হবে। ভারতের স্পিনারদের সামাল দেওয়ার কোনও উপায়ই খুঁজে পাচ্ছে না অস্ট্রেলিয়া শিবির।

শনিবার দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬১ রান করেছিল। রবিবার সকালে বাকি ৯ উইকেট নিতে মাত্র ৫২ রান খরচ করলেন জাদেজা-অশ্বিনরা। ৩১.১ ওভারেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেন ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনও ব্যাটার দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের রান করতে পারেননি। জাদেজা ৪২ রান দিয়ে ৭ উইকেট নেন। অশ্বিন ৫৯ রান দিয়ে ৩ উইকেট নেন।

এই সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শুরু ১ মার্চ। ধরমশালার বদলে সেই ম্যাচ হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। তৃতীয় টেস্ট ম্যাচের আগে কয়েকদিন বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। ফলে তরতাজা হয়েই খেলতে নামবেন পূজারা, শ্রেয়াসরা। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ছুটি কাটানোর মতো অবস্থা নেই। পরপর হেরে তাঁরা কোণঠাসা।

আরও পড়ুন-

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট উনাদকাটের, ফের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র

পঞ্চম ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০ উইকেট, ৫০০০ রান অশ্বিনের

Prithvi Shaw : পৃথ্বী শ-র গাড়িতে হামলা, গ্রেফতার অভিযুক্ত, বিভিন্ন ধারায় মামলা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা